ইচ্ছেগুলো বুকেই থাকে
আসে না কো মুখে,
কথা যে’সব হারিয়ে
যায় তোমার কালো চোখে।
অঝোর যদি বৃষ্টি হোত
সকাল দুপুর রাতে,
ভেজা হয়ে খুব জড়াতাম;
তোমায় সারা গা’তে।
বন জ্যোৎস্নার আলো যদি
তোমায় পেত কাছে,
তোমায় নিয়ে হৃদয় আমার
দেখতে কেমন নাচে।
গাছ পাহাড়ে রঙের নাচন
কিছুই টানে না’যে,
তুলি নিয়ে ডুবে আছি
তোমার রঙীন ভাঁজে।
ভালই লাগল কবিতাটা।
ধন্যবাদ।
আমি চরম কামুক একজন মানুষ। কাজেই বুঝতে পারছেন নিচের এই দুই লাইন আমার কামুক মনটাকে কোথায় নিয়ে গেলো!
তুলি নিয়ে ডুবে আছি
তোমার রঙীন ভাঁজে।
ধন্যবাদ।
@আদনান আদনান,
হা হা হা আপনার এই জিনিষটা খুব ভালো, নিজেকে আড়াল করেন না মোটেও।
আপনার প্রোফাইল পিক টায় তুলি ধরা শিল্পী কি আপনি নিজেই? দারুণ শিল্পকর্ম হয়েছে কিন্তু (D)
কবিতা শিখব বলে সব বড় বড় কবির কবিতা পড়ছি। সেইসব জটিল অর্থী আর অতল স্পর্শী কবিতার নাগাল পেতে যখন মাথা ঠুকে মরছি, তখুনি এই কবিতাখানি সামনে এসে দাঁড়াল। পড়লাম এবং প্রান জুড়ালাম। সহজ-সরল-নিরাভারণ ছন্দ-শব্দগুলো দূর করে দিল দীর্ঘ মানসিক শ্রমের ক্লান্তি।
অনুভব করলাম।
আবারো অনুভব করলাম।
এই তীব্র শীতদাহে এক ঝলক উষ্ণ শান্তির পরশ বুলিয়ে দেয়ার জন্য রহমান ভাইকে (F) (F) (F)
@কাজি মামুন,
সংগে একি বিশাল এক মন-তব্য
ধন্যবাদ, পেলাম বেজায় আ-নন্দ (D)
কবিতা ভালো লেগেছে। (Y)
@জটিল বাক্য,
অনেক ধন্যবাদ।
দারুন লিখেছেন তো! (F)
@অর্ফিউস,
হা হা , মাঝে মাঝে সহজ কথা সহজ করে বলা, এই আরকি (C)
@কাজী রহমান,
কিন্তু রবি ঠাকুর যে বলেছেন, সহজ কথা যায় না বলা সহজে।
যাহোক, এ কবিতাটিও আপনার অন্যান্য কবিতার মতই ভাল লেগেছে।
@গীতা দাস,
হা হা হা তাই তো বলি সেই আমলের সিনেমায় মিলন হতে হতে নায়ক নায়িকার চুল দাড়ি পেকে যেত কেন। এখনকার ছেলে মেয়েরা একশনে এক্কেবারে ফটাফ্ট ঝটাপট। নগদ যা পাও হাত পেতে নাও —— আরকি :))
আপনার জন্য আজকে ঠান্ডা (B), খামোখা রিস্ক নিলাম না :))
বাঃ বাঃ এ যেন অনবদ্য
মুখের কথা বুকে?
করুন অবরুদ্ধ
যদি কভু উস্কে একটুস খানি
আসবে তেড়ে সাধের গিন্নি 😛
@রাজেশ তালুকদার,
একহাতে তার ইলশে ভাজা আর হাতে যে ফিন্নি
যে দেশ থেকে মাছটি এলো নাম তার জার্-মান্নি
সাদা বাড়ির বামে সবুজ কেন ওই পাশটায় যান্নি
কেউ না বলুক আমি বলি ওই অনু-বাদটা ফান্নি :))
@কাজী রহমান,
ক্ষতি নাই ক্ষতি নাই
ভুল যদি পড়ে কভু চোখে
সংশোধীনর উল্লেখ নিঃসংকোচে
জানাইবেন বড় ভাই :guru:
বেশ। 🙂
@রূপম (ধ্রুব),
ধন্যবাদ রূপম।
কফিটা আরো সুস্বাদু ঠেকলো; তাই আপনার জন্যও একটা (C)