জীবন ও পাথর
কণা গল্প
আদনান আদনান
উৎসর্গ
আর্নেষ্ট হেমিংওয়ে
অবশেষে, জীবনের রস শুষতে শুষতে শেখ আফসার উদ্দিন রুপান্তরিত হন একখন্ড নিষ্ঠুর পাথরে।
২০০৯
জীবন ও পাথর
কণা গল্প
আদনান আদনান
উৎসর্গ
আর্নেষ্ট হেমিংওয়ে
অবশেষে, জীবনের রস শুষতে শুষতে শেখ আফসার উদ্দিন রুপান্তরিত হন একখন্ড নিষ্ঠুর পাথরে।
২০০৯
কেউ কেউ একে পরমাণু গল্প বলছে, তবে অণু হোক বা পরমাণু হোক, এর ভিতরে যে জীবনের মহাকাব্য রয়েছে, তা কি অস্বীকার করা যায়? আমার কাছে গল্পের ফরমেট, ফরম বা আকার মুখ্য নয়, তার চেয়ে অনেক বেশী গুরুত্বপূর্ণ এর এসেন্স বা সার।
অভিনন্দন লেখককে। (Y)
@কাজি মামুন,
আসলে কণা গল্পগুলোর আরো একটা আকাঙ্ক্ষা হলো পাঠককেই গল্প সৃষ্টিতে বাধ্য করা।
ধন্যবাদ।
হেমিংওয়েরটা আমি বলে দেইঃ
For sale: baby shoes, never worn. 🙂
@সাইফুল ইসলাম,
আমার পছন্দের Joyce Carol Oates এর একটি গল্পঃ “Revenge is living well, without you.”
ধন্যবাদ।
যৌনতার চরম পর্যায়ে এই মাত্র দেশের ভাবী প্রেসিডেন্টের :clap শুক্র মাতৃগর্ভে প্রবেশ ঘটলো ।
@নিগ্রো,
হে হে ভাই জান আপনার লাইন খানাও এক খান গল্প নাকি? তা হইলে এর নাম দেন “অতি আণুবীক্ষণিক গল্প” তখন এর ভিতরে কোয়ান্টম মেকানিক্স এর মত আবহ থাইকব। তাবৎ বিশ্ব সাহিত্যিকদের পাশে আপনার নাম থাইকব। বিশ্বসাহিত্যে আপনার অবধান আজীবন উজ্জল হইয়া থাইকব।
@ওমর ফারুক,
শুধু শুনেই উড়িয়ে না দেওয়ার অভ্যাস থাকলেই অনেক কিছু শেখা সম্ভব। ধন্যবাদ।
@নিগ্রো,
অবাক করলেন যে ভাই! এ কি কান্ড! ধন্যবাদ।
বাহ! এইযে দেখছি গল্পের এলিমেনটারি পারটিকেল। এও দেখতে হয়!!
@জটিল বাক্য,
নতুনকে গ্রহণ করতে শিখুন। ধন্যবাদ।
অনু গল্প এবং পরমানু গল্পও
প্রত্যাশা করছি।
@ভক্ত,
আমার আরো একটি কণা গল্প “অর্ধেক নারী আর অর্ধেক নর”
অনন্ত অন্ধকার থেকে জেগে উঠে সে বুঝতে পারে যে সে তখন অর্ধেক নারী আর অর্ধেক নর।
হুমম।
@সবুজ পাহাড়ের রাজা,
ভাবতে থাকের জন্য ধন্যবাদ।