একদিন এক ফোঁটা জল চেয়ে পিছিয়ে এসেছি,
চারিদিকে এতো জল,তবুও নিতে পারিনি;
হাতের আংগুল,ফাঁক গলে বেরিয়ে আসে-
আকাশ,সমুদ্র,পাহাড়,ভালোবাসা,এ পৃথিবী।
অক্ষম এক মানুষ আমি।।
ক্রমাগতঃ নিজেকে প্রশ্ন করে থাকি-
আমার আত্ননৈমগ্নে ধরা দেয় এক প্রাচীন অনুভূতি,
বারংবার এক গৎবাঁধা শব্দকথা চিৎকার করে
জানান দেয়; পরিহাস করে চারপাশ ।।
সৃষ্টিতত্ত্বে বিলাসী মানুষ আমি এক-
অপ্রয়োজনীয় অনুসংগে নিজেকে ভাসাই;
প্রাচীন পুরাণে উত্তর খুঁজে ফিরি ক্রমশঃ
নির্বোধের মতো-অক্ষম এক মানুষ আমি ।।
যে শুদ্ধ সংগীত কোনদিন শোনা হলো না;
যে পাখির কুজন বিহ্বলতায় ভরালো না;
চোখ মেলে দেখা হলো না কিছুই আমার;
ক্রমাগত ন্যুব্জ হতে হতে হারাই অন্ধকারে
একদিন; অক্ষম এক মানুষ আমি।।
বোধহীন, বুদ্ধিহীন,যুক্তিহীন – অক্ষম মানুষ আমি,
কোনদিন এতো বছরে বুঝতেও চাইনি ;
জীবনের মানে কী ?
কবিতা মুগ্ধতার সীমা ছাড়িয়ে গেলো।
@শনিবারের চিঠি, (F)
আধ্যাতিক কিছুর আভাস পাওয়া গেল যেন। প্রথম কবিতা ভাল লেগেছে, আরো পাবো আশা করি। (Y) (F)
@আকাশ মালিক,
আমি এ জায়গায় মুক্তমনার সমস্ত যুক্তি নির্ভর লেখাগেুলোর কথাই বুঝাতে চেয়েছি। আপনার লেখা আমার খুব পছন্দ। ভালো থাকবেন মালিক ভাই।
পুরাণনির্ভরতার বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ! ভাল লাগল! আশা করছি, নিয়মিত লিখবেন!
@কাজি মামুন,
ধন্যবাদ,মামুন ভাই। আসলে ওটাই বুঝাতে চেয়েছিলাম। আমরা সবাই পুরাণ বিরোধী-সে চিন্তা থেকে লেখা। ভালো থাকবেন।
প্রথম লেখা বোধ করি। ভালো লাগল।
আরো লিখুন। অন্যান্য ব্লগারদের লেখাতেও অংশ নিন। ভালো লাগবে। 🙂
@সাইফুল ইসলাম,
ধন্যবাদ। মুক্তমনায় এ কবিতাটা প্রথম। দিনকয়েক আগে বৃষ্টি নামে একটা ছোট গল্প প্রকাশ হয়েছিল মুক্তমনায়। ভালো থাকবেন।