আসলে এই পোস্টটা দেব কিনা দ্বিধায় ভুগছিলাম। এখান থেকে যদিও আগে অনেক সাহায্য চাওয়া হয়েছিল, তবু তারা কেউ হয়ত বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল, কেউ হয়ত কোন বিশেষ পরিচিত ব্যক্তির মা ছিল।
কিন্তু হঠাৎ করেই মনে আসল যদি আমার মায়ের অবস্থা এমন হত আর আমার পক্ষে চিকিৎসা করার টাকা যোগাড় করা অসম্ভব হয়ে পরত!!! তাই একটু সংকোচ বোধ করলেও পোস্টটা দিলাম।
আমার বন্ধুটি(শাফায়েত হোসাইন বনি) সবেমাত্র চাকরীতে ঢুকেছে। তার মায়ের(৪২) হৃৎপিন্ডে ছিদ্রের সৃষ্টি হয়েছে। এই পরিবারের সঞ্চয় খুব একটা বেশি ছিল না আর ওই সঞ্চয় তার মায়ের চিকিৎসার ব্যয়ে প্রায় শেষ হয়ে এসেছে। আর তার মার অপারেশনে মাত্র পাঁচ লাখ টাকা লাগবে। মাত্র পাঁচ লাখ টাকার জন্য কি আমরা ওই মাকে চলে যেতে দিতে পারি? ও পত্রিকায় যদিও পোস্ট করেছে , তবে জানি না পত্রিকার পোস্ট থেকে ওই টাকার কিছুটা জোগাড় হবে কিনা। তাই মুক্তমনাতে পোস্ট করলাম।
http://eprothomalo.com/displaypage.php?id=2012_05_30_19_16_b
বনির ব্যাংক এ্যাকাউন্ট:
SK. SHAFAYAT HOSSAIN.
Savings A/C # 211.101.72814
Dutch Bangla Bank Limited.
Pallabi Branch, Mirpur Dhaka.
ফোন: ০১৯২০৮০২৩০৩
আপনারা আমার payoneer card এও মাষ্টার্সকার্ড অথবা ভিসা কার্ড দিয়ে টাকা পাঠাতে পারেন। আমার email: [email protected]
লোড করার জন্য নিচের লিংক এ যেতে হবে।
https://load.payoneer.com/LoadToPage.aspx
না, পারি না! অপারেশনের সময়সীমা কি ধার্য হয়েছে?
মায়ের জন্য সবাই এগিয়ে আসবে, সফল অপারেশন ও যথাযথ চিকিৎসা শেষে আবার ঘরে ফিরে আসবে মা, সে কামনা করছি…
@কাজি মামুন,
অপারেশন যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। কিন্তু মোট টাকার ১০% ও এখনো জোগাড় হয়নি। এখন আসলে বুঝতে পারছি না কি করব। সব বন্ধুদের শুক্রবারে আমাদের জাবি ক্যাম্পাসে যাবার জন্য বলা হয়েছে। ওইখানে একটা মুভি শো করব। আর বন্ধুদের কে কত দিতে পারবে সেটা নিয়ে আলোচনা করব।
মুভি শো করে জাবি থেকে কিছু টাকা আসতে পারে। ওইটা, ব্যংকে যা আসবে আর অনলাইন থেকে যা পাব সব দিয়ে দেখা যাক কত হয়। বাকিটুক আমাদের ব্যাচের বন্ধুরা দেবার চেষ্টা করব। আসলে সবাই তো কয়েক মাস হল চাকরীতে ঢুকেছে। তাই খুব বেশি সাহায্য হয়ত কেউই করতে পারবে না। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করব। মাত্র ৫-৬ লাখ টাকার জন্য উনার যদি কিছু একটা হয়ে যায় সেটা আসলেই আমাদের জন্য খুব যন্ত্রনার হবে। উনার বয়সও খুব বেশি না(৪২)।
সুমিত মজুমদার ভাই এবং অভিজিৎদাকে অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। আরও অনেকে ব্যাংকে টাকা পাঠিয়েছেন। তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
ব্যাংকে ২০,০০০ এর মতো টাকা হয়েছে। আর অভিজিৎদা ও সুমিত মজুমদার ভাইয়ের থেকে $১৫০+$২০ পেয়েছি।
সর্বমোট ৫-৬ লক্ষ টাকা লাগবে।
যদি পোস্টটা অন্তত আর এক সপ্তাহের জন্য স্টিকি করা হতো তবে কৃতজ্ঞ থাকতাম।
এইভাবে কতটুকু জোগাড় করা যাবে জানি না।
বাকিটুকু আমরা বন্ধুরা মিলে দেব চিন্তা করতেছি যদিও সবে চাকরীতে ঢোকা আমাদের পক্ষে এটা খুবই কষ্টকর হয়ে যাবে।
@রনবীর সরকার,
*অভিজিৎদা ও বন্যাপুর কাছ থেকে ১৫০
@রনবীর সরকার,
স্টিকি করে দেয়া হল।
@মুক্তমনা এডমিন,
অনেক ধন্যবাদ।
রণবীর,
কিছু টাকা আমার আর বন্যার পক্ষ থেকে পাঠানো হয়েছে। পেলেন কিনা জানাবেন।
আপনার বন্ধুর মার সুস্থতা কামনা করছি।
@অভিজিৎ,
অনেক ধন্যবাদ অভিজিৎদা। WU এ টাকা তোলার ক্ষেত্রে Sender এর পুরো নাম ও লাগে। বন্যাদি নাম পাঠালেই টাকা তুলে ফেলব।
@রনবীর সরকার,
বন্যা বোধ হয় ম্যাসেজ দিয়েছে, আপনার ম্যাসেজ চেক করুন। আরো কোন তথ্য লাগলে জানাবেন।
মুক্ত-মনায় সেতুর জন্য সহযোগিতা করার ঘোষণায় সাড়া দিয়ে স্বপ্নন মাঝি প্রবাসে থেকেও ঢাকার আরেক সমাজকর্মী তাবোল হোসেনের সহযোগিতায় আমাকে অন্তর্ভুক্ত করে রামগড়ুড়ের ছানাের কাছে বেশ কিছু টাকা হস্তান্তর করেছিল। এবারও কয়েকজন এমন উদ্যোগ নিবে বলে প্রত্যাশা করছি। আর আমি লিংকটি পাঠাচ্ছি কয়েকজনকে।
@গীতা দাস,
ধন্যবাদ দিদি। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমার বন্ধুর মা সুস্থ্য হয়ে উঠবে।
সার্জারিটা কবে হবে? আপনাকে বার্তা পাঠালাম।
@বন্যা আহমেদ,
ডাক্তার যত তাড়াতাড়ি সম্ভব সার্জারিটা করতে বলেছে। কিন্তু সার্জারি আসলে এখন টাকা জোগাড়ের উপর নির্ভর করছে। আসলে বাংলাদেশে অনলাইনে টাকা ট্রান্সফার করা গেলে আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সাহায্য পাওয়া যায়। কিন্তু ইচ্ছা থাকলেও মনে হয় ব্যাংকে গিয়ে টাকা ট্রান্সফার করা অনেকের পক্ষে্ই সম্ভব হয় না(বিশেষত চাকরীজীবিদের ক্ষেত্রে)।
বিশেষ ব্যক্তির মা বা মেধাবী ছাত্র বলে কথা নাই, একজন মানুষের জীবন সবসময়ই গুরুত্বপূর্ণ, আর মা দের মর্যাদা সবার আগে।
পোস্টটি স্টিকি করে দিচ্ছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ক্যান্টনমেন্টের কাছাকাছি কারো কাছে সাহায্যে পৌছে দেয়া সম্ভব? ডাচ বাংলা ব্যাংকের সব শাখায় জমা দেয়া যাবেনা?
@রামগড়ুড়ের ছানা,
পোস্টটি স্টিকি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পরের সপ্তাহের শুক্রবারে যাব। ওই সময় কি দেয়া সম্ভব?
আমার মনে হয় ডাচ বাংলা ব্যাংকের সব শাখায় ই জমা দেয়া যাবে। তবে নিশ্চিত না। কাল নিশ্চিত হয়ে জানাব।
@রনবীর সরকার,
হ্যা. ডাচ বাংলা ব্যংকের সব শাখাতেই জমা দেয়া যাবে।
@রনবীর সরকার,
আচ্ছা তাহলে আমি ব্যাংকেই দিয়ে দিব।
শেয়ার দিলাম এবং চেষ্টা করব সাহায্যে আসতে।
@লীনা রহমান,
অনেক ধন্যবাদ আপু।