(মুক্তমনা গম্ভীর হয়ে আছে, তাই এক টুকরো নস্টালজিয়া)
৫ ৪ ৩ ২ ২ ২ ২ ২ ২ ৩ ৪ ৫
===============
আষাঢ় সন্ধ্যার বৃষ্টিভেজা কদম ফুল
আনতে পারিনি দিতে তোমায়;
শুঁয়োপোকার রোঁয়া ভয়,
অজুহাত খুজেছি।
বহুকাল আনমনে;
যখনই অবসর;
তোমায় ভেবেছি;
সচেতন ভুলকরে;
ঝিনুকে ভালোবাসা;
বন্দি মুক্তো, মূল্যহীন,
তোমাকে দেখাতে পারিনি আসলে
হারিয়ে গেলাম খেলতে খেলতে লুকোচুরি।
===============
৫ ৪ ৩ ২ ২ ২ ২ ২ ২ ৩ ৪ ৫
(মুক্তমনা গম্ভীর হয়ে আছে, তাই এক টুকরো নস্টালজিয়া)
এই নিয়ে ৩ বার পড়লাম, কিন্তু মন্তব্য করতে পারছি না। এর চেয়ে না-পড়াই ছিল ভাল। নিজেকে খুব মূর্খ মনে হচ্ছে। কিন্তু ভালতোও লেগেছে, কি করি?
@স্বপন মাঝি,
হা হা হা, আপনার মাথায় ঝামেলা পাকাতে পেরেছি জেনে মজা পেলাম। কবিতাটা ভালো লাগলো অথচ শেষ পর্যন্ত ভালো লাগার কথাটা বলতে পারলেন না সরাসরি, বললেন জনান্তিকে, আসল সময়ে হারিয়ে গেলেন, দুঃখবিলাসকেই আপন করলেন ………………………মনে হয় কবিতাটার মূল কথাটা অনেকটা এই রকমই, না কি?
বাদ দেন, খামোখা, তারচে বরং (C)
@স্বপন মাঝি,
আমারও একই অবস্থা। বিশেষ করে সংখ্যার মারপ্যাঁচ বুঝতেছি না। বেশি মাথা ঘামাবার সময়ও পাচ্ছি না।
তবে হ্যাঁ, গম্ভীর মুক্তমনায় চাঞ্চল্য সৃষ্টি করার প্রয়াস ভাল লেগেছে।
@গীতা দাস,
ফিরেছেন মনে হচ্ছে।
কোন মারপ্যাঁচ নাই, প্রথম লাইনে শব্দ ৫টা, দ্বিতীয় লাইনে ৪টা, তৃতীয়তে ৩টা, চতুর্থে ২টা এই রকম একটা প্যাটার্নের ব্যাপার। একটু খেয়াল করলেই দেখবেন অন্যসব লেখাগুলোতেও ভিন্ন ভিন্ন প্যাটার্ন আছে।
ভালো থাকুন (C)
কবিতা ভালো লিখছেন তয় নীচে গুবলেট মার্কা (T) নাম্বার দিলে এই নাম্বারে ফোন করে হুর পরীরা আপনাকে পাবে কি করে!
শুধু ভাবলেই কাজ হবে! নাম্বার টা অন্তত ঠিক থাকা চাই নাকি। :-O
@রাজেশ তালুকদার,
হা হা হা হা হা ওটা দিয়েছি মজা করবার জন্য।
ওটা মোটেও ফোন নম্বর না। ওটা ১ম থেকে শেষ লাইনের শব্দ সংখ্যা। প্রথম লাইনে শব্দ ৫টা, দ্বিতীয় লাইনে ৪টা, তৃতীয়তে ৩টা, চতুর্থে ২টা এই রকম আরকি। অর্ধ চন্দ্রাকৃতি কবিতা বা পাজী ভাষায় কোবতে।
রাগ কমেছে? আচ্ছা না কমলে ওমর খৈয়াম শোনেনঃ
হুরী বলে থাকলে কিছু- একটি হুরী, মদ খানিক
ঘাস বিছানো ঝর্ণাতীরে, অল্প বয়েস, বৈতালিক;
এই যদি পাস স্বর্গ নামক পুরানা সেই নরকটায়,
চাসনে যেতে, স্বর্গ ইহাই, স্বর্গ যদি থাকেই ঠিক।
নষ্টালজিয়ার ভেতর দিয়ে ঘুরে এলাম। ভাল লাগলো। পড়ে অনেক দূর অতীতে চলে গিয়েছিলাম। ধন্যবাদ।
@শাখা নির্ভানা,
নস্টালজিয়া কিন্তু বেদম পাজি। দুঃখ বিলাস তো বিলাসই; তবে অতি বিলাসেও আবার ভ্যাজাল আছে কিন্তু। যাহোক তবু মনবিলাস মন নিয়ে খেলুক-
খুব ভাল লাগল কাজী রহমান ভাই
আপনার কাছে একখানা আবদার তাই
কদম কবিতা লেখার পাঠ নিতে চাই।
@কাজি মামুন,
আরে হইসে তো হইসে
৬ ৫ ৬
বুঝলেন এমনি করেই হয় 😀
সচেতন ভুলকরে
অচেতন মিস্টেক!*
*লকোচুরি>লুকোচুরি
@অরণ্য,
রিস্ক আছে ভাই
উহ্য রাখি তাই
মাইর যদি খাই
রিস্ক আছে ভাই
:))
(F) (F)
@সপ্ন,
আপনার জন্যও (F)