রাষ্ট্র বললেই মনে পড়ে নিরীহ মানুষের নিপীড়ন নির্যাতন দমন
কোষাগারের অস্ত্র লুণ্ঠন, কারাগার ভেঙে বন্দীর পলায়ন
অত্যাচার দুর্বলের উপর সবলের
অযোগ্যতার দখলে সকল বড় চেয়ার ।
রাষ্ট্র বললেই দেখি কিশোরীরর ম্লীলতাহারি, মায়ের লজ্জাহরণ
যৌতুকের পীড়নে যুবতীর আত্মহনন
ভিক্ষুকের মিছিলে ক্ষুধার্ত মায়ের মুখ
মা বিকোয় ছেলেকে পেটের জ্বালায়
কে নেবে এই নিষ্ঠুরতার দায়?
রাষ্ট্র বললেই মনে পড়ে পুলিশি নির্যাতন, হরতাল, বনধ্&
লাঠিপেটা, গণপিটুনি, অগ্নিসংযোগ
র্যা ব পুলিশের বন্ধুকযুদ্ধ সন্ত্রাসী মৃত
চিরুনী অভিযান, কুকর অভিযান, গ্রেফতার আটক পরোয়ানা ।
রাষ্ট্র বললেই মনে পড়ে মিথ্যাচার,
লোভী আর পরশ্র্রীকাতরতায় ডুবন্ত জনপদ
রাষ্ট্র বললেই মনে পড়ে শোষকের অনাচার শোষিতের ক্রন্দন
ক্ষুধা দারিদ্র্য, অনিয়ম, অন্যায়, অবিচার, সর্বত্র হাহাকার ।
রাষ্ট্র বললেই দেখি কোটি কোটি মানুষের মিছিলে নগ্ন পিপীলিকার দল
ঝড়ের আভাসে মুখে ডিম নিয়ে ছুটছে
রাষ্ট্র বললেই দেখি ৫৬ হাজার বর্গমাইলের হতাশায় ভারাক্রান্ত মুখ
লাল সবুজে আঁকা জননীর দোমড়ানো মোচড়ানো অবয়ব।
সঙ্গীতা ইয়াসমিন
প্রিয় পাঠক,
সকলের কাছে আমার অনুরোধ ‘গণতন্ত্র অবাক যন্ত্’ এই শিরোনামের স্থলে ‘জননীর দোমড়ানো মোচড়ানো অবয়ব’শিরোনামটি দয়া করে পড়ে নিবেন। ভুলক্রমে আমার অন্য কবিতার শিরোনাম এই কবিতায় ব্যবহৃত হয়েছে। অনিচ্ছাকুত এই ভুলের জন্য দুঃখিত।
নিতি
ভাল লেগেছে কবিতাটি। তৃতীয় বিশ্বের জনসাধারণ রাষ্ট্রএর কাছ থেকে আর কী-ইবা পেয়ে থাকে?
@তামান্না ঝুমু,
ধন্যবাদ ঝুমু। ভাল থাকবেন। নিতি
কবিতাটি ভাল লাগল, তবে এতে শহীদ কাদরীর একটা বিখ্যাত কবিতার সাথে কোথায় যেন মিল খুঁজে পেলাম…
আমার কবিতাটা মনে নেই, কিন্তু কয়েকটা চরণ এরকমের ছিলো –
রাষ্ট্র মানেই কাঁটাতারে ঘেরা সীমান্ত
রাষ্ট্র মানেই পাসপোর্ট নিয়ে উমেদারী
রাষ্ট্র মানেই সবকিছু দারুণ সরকারী …
রাষ্ট্র মানেই নিহত সৈনিকের স্ত্রী,
রাষ্ট্র মানেই লেফট রাইট…
কবিতাটি নিয়ে সুমন একটা গানও বেঁধেছিলেন, যদিও গানটি সম্ভবতঃ রিলিজ করা হয়নি (আমি ভিন্নপথে শুনেছিলাম, আশির দশকে তার ঘরে রেকর্ড করা কিছু গান)।
তবে মিলটি কাকতালীয় হবার সম্ভাবনাই বেশি। আমাদের যে কেউ রাষ্ট্র নিয়ে কবিতা লিখলেই শহীদ কাদরীর কিংবা আপনার এই কবিতার চরণের সাথে মিলে যেতে পারে। রাষ্ট্রের সংজ্ঞাই এখন ঠিক এরকমের আমাদের সবার কাছে –
রাষ্ট্র বললেই মনে পড়ে নিরীহ মানুষের নিপীড়ন নির্যাতন দমন …
আরো লিখুন!
@অভিজিৎ,
ধিন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমার লেখাটি র পড়েই আপনার মতো কারো কাছ থেকে জানলাম এটি। আমি কবিতাটি সংগ্রহে রেখেছি। আমার অজান্তেই হয়তো তাঁর লেখার প্রভাব পড়েছে আমার উপরে। তবে আজ যে জীবন আমরা যাপন করছি তাই বলার চেষ্টা করছি কবিতায়। আপনাদের মতামত, সমালোচনা আমার অনুপ্রেরণা। আবারও ধন্যবাদ।
নিতি
@অভিজিৎ,
দাদা আপনার অনুমান সত্য। তবে এটা কাকতালীয়। আমিও পরে জেনেছি যে এমন একটা মিল রয়েছে অন্তত: বোধগুলিতে, হুবুহু শব্দচয়নে নয়। তবে আমি যা দেখি প্রতিদিন যে জীবন যাপন করি আমরা তাই বলার চেষ্টা করেছি কবিতায়। আপনাদের মতামত, সমালোচনা আমাকে আরো অনুপ্রাণিত করবে লিখতে। ধন্যবাদ আবারো।
নিতি
@সালমা ইয়াসমিন নিতি,
ঠিকই বলেছেন, তবে যারা কাদরীর সেই বিখ্যাত কবিতাটি পড়েছেন তাদের মনে প্রথমে কিছুটা কনফিউশন হবেই। রাষ্ট্র নিয়ে প্রায় একই আঙ্গীকে আরো কবিতা আছে। অনেক সময় চিন্তার জগতে বিচরণকারী একাধিক কবিদের ভাবনা চিন্তার হুবহু মিল হতেই পারে। তবে আপনার কবিতায় আরো অনেক কিছু এসেছে যা কাদরীর কবিতায় নেই। চলুন দেখি সেটা কেমন ছিল-
রাষ্ট্র বললেই মনে পড়ে স্বাধীনতা দিবসের
সাঁজোয়া বাহিনী,
রাষ্ট্র বললেই মনে পড়ে রেসকোর্সের কাঁটাতার,
কারফিউ, ১৪৪ ধারা,
রাষ্ট্র বললেই মনে পড়ে ধাবমান খাকি
জিপের পেছনে মন্ত্রীর কালো গাড়ি,
কাঠগড়া গরাদের সারি সারি খোপ
কাতারে কাতারে রাজবন্দী’
(রাষ্ট্র মানেই লেফট রাইট লেফট)
………………….
রাষ্ট্র মানেই স্ট্রাইক, মহিলা বন্ধুর সঙ্গে
এনগেজমেন্ট বাতিল
রাষ্ট্র মানেই পররাষ্ট্র নীতি সংক্রান্ত
ব্যর্থ সেমিনার
রাষ্ট্র মানেই নিহত সৈনিকের স্ত্রী
রাষ্ট্র মানেই ক্রাচে ভর দিয়ে হেঁটে যাওয়া
রাষ্ট্র মানেই রাষ্ট্রসংঘের ব্যর্থতা
রাষ্ট্র সংঘের ব্যর্থতা মানেই
লেফ্ট রাইট, লেফ্ট রাইট, লেফ্ট-!
আরো কবিতা লিখুন, মুক্তমনায় কবিতার বড় অভাব। (Y) (F) (D)
কে বলেছে এটা গণতন্ত্র,
এটা তো রাজতন্ত্র।
সাথে আছে বিশাল স্বৈরতন্ত্র
আর আছে পাগল বুলানো মন্ত্র।
ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন,
এটাই তো বাংলার চিত্রণ।
চিরুনী অভিযান, কুকর অভিযান,
বয়ে আনে কুমিরদের সম্মান।
এসব হয়রানীর অভিজান,
সাধারনের মহাপ্রয়াণ।
অনিয়ম, অন্যায়, অবিচার
কে আছে এসব দেখার।
যে , যেভাবে পারে,
উঠিতেছে ঘাড়ে।
আমি, আমরা, সমাজ এবং প্রেষণ,
করে চলেছি অবিরত গণতন্ত্রকে ধর্ষণ।
@কামরুল আলম,
কবিতাটি পড়ে আপনার অনুভূতিতে আরেকটি কবিতার জন্ম দিয়েছে যা আমাকে আরো বেশি আলোড়িত করেছে। শুভেচ্ছা আপনার জন্য।
নিতি
ফিরে আসা স্বাগতম (F)
লেখাটি ভালো লেগেছে।
@কাজী রহমান,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।