এক দৌড়ে পাহাড়টাকে টপকে যেতে
মন চায়
ওপাশটা মিলিয়ে নিতে কল্পনার সাথে
মন চায়
জিইয়ে রাখি স্বপ্নের রংমাখা উপত্যকা
মন চায়
মোহাবিষ্টের চাদরে বেঁচে থাক অদেখা
মন চায়
সেরা খেলনা বাক্সটা ফেরকরে খুলি
মন চায়
ফের ছুঁই প্রথম অধরা স্বপ্নশিহরন;
মন চায়
টেনেটুনে উঁচাই ঢাল চুড়োর মুকুট
মন চায়,
মন চায়;
দৃষ্টির সীমানায় বাঁধি, সময় ফানুস।
ভাই কাজী বৃষ্টির মত ঝমাঝম করে যে ভাবে আপনার উপ্রে ছড়া, কবিতা, আয়াত ইত্যাদি নাজিল হচ্ছে তা ভেবেই রীতিমত টাস্কি খাচ্ছি :-s
অদৃশ্য অধরা এই মনটাকে নিয়ে চমৎকার কবিতার জন্য (G)
@রাজেশ তালুকদার,
আরে ঝমঝমানির দেখছেন কি, এট্টুখানি কিছু হইলেই গায়েবের থেইক্ক্যা ঝমঝমায়। কাশেম ভাইরেও হেব্বি ফুস্লাইতাসি নস্টালজিয়া মাখানি কিছু ছাড়তে, ছাড়ে না। অন্য ব্যাডার গার্লফ্রেন্ডরে লইয়া ধরা খাইসে, ছুটাইতেই পারতাসে না। দেখি কতক্ষনে কি হয় :))
ওহ আপ্নের গিফটবক্স দেইখা অইটা মনে পইড়া গেলো আবারঃ
মন চায়
সেরা খেলনা বাক্সটা ফেরকরে খুলি……………
ইচ্ছে নাটাই মানুষের হাতেই, উড়িয়ে দিক সে স্বপ্ন ঘুড়ি দিক বিদিক। জীবনের স্তর পেরিয়ে হয় মুখ থুবড়ে পড়বে নতুবা উত্তাল হাওয়ায় উড়বে। তবু মানুষ জানবে সাহসী করতলে সে স্বপ্ন ছুঁতে চেয়েছিলো, সপ্তডিঙ্গা মন হ্রদয়ের চৌকাঠ পেরিয়ে বুকের গহন থেকে উঁকি দিয়েছিলো একদা, বালিয়াড়ী তীরে দাঁড়িয়ে সেও দীর্ঘ তৃষ্ণা মেটাতে চেয়েছিলো।
যে মানুষ মন চায় বলতে পারে শুভ হোক তার সত্য উচ্চারণ, শুভ হোক তার মন মোক্ষ যাত্রা।
@কেয়া রোজারিও,
আপনার মন্তব্যটাই তো একটা সুন্দর কবিতা। শুভেচ্ছার ভঙ্গিটি দেখে বেশ লাগলো কিন্তু (F)
@কাজী রহমান,
বেশ ভালো লাগলো। এই নামে আমার একখানা উপন্যাস আছে। তাই নাম দেখে প্রথমে চমকে গিয়েছিলাম।
@আফরোজা আলম,
জানতাম না আপনার উপন্যাসটির কথা। কাকতালীয় ব্যাপার হয়েছে। লিঙ্ক দিয়ে দিলে কিন্তু সবাই পড়তে পেত।
মন্তব্যের জন্য ধন্যবাদ এবং (C)
@কাজী রহমান,
আপনার চা এর জন্য ধন্যবাদ। ফানুস পাবেন এখানে
@আফরোজা আলম,
আপনার লেখাটা পড়লাম। খুব ভালো করেছেন, লিখে দিয়েছেন। এগুলোই দলিল। এসব পড়লেই বাষ্পরুদ্ধ হয়ে যাই, এক অন্ধ আক্রোশে কাঁপতে থাকি। আপনিও যে আমার মত মুক্তিযুদ্ধের একজন প্রত্যক্ষদর্শী তা জানতাম না। নতুনদের জানানো আমাদের কর্তব্য। আমার একটা ছোট্ট লেখা আসছে, মুক্তিযুদ্ধের সময়কার একটি পর্ব। অগ্রিম আমন্ত্রণ রইলো পড়বার। এটি কাকতালীয় হতে পারবে না, কারন ওই সময়কার সব নিপীড়িতের ছবিগুলো একই রকম ছিলো।
@কাজী রহমান,
ভালো লাগলো পড়েছেন জেনে। ২ খন্ড কী পড়েছেন? ৭১ দিনলিপি ? ওটাতেই আসলে ঘটনাগুলো আছে।
@কেয়া রোজারিও,
যার মন্তব্য পড়ে মনে হয় যেন, কবিতা পড়ছি,সেই আপনার কাছে অনুরোধ, আমাদের মত হতভাগা পাঠকদের প্রতি সদয় হোন।
মন অনেক কিছুই চায় এবং মনের সেই চাওয়া পূরণ করতে গিয়ে কেউ সামনে এগোয় আবার কেউ কেউ পিছু হটে।
এখন প্রশ্ন হচ্ছে যে, মনের বাসনা পূরণ করার অভিলাষে কত দুর পর্যন্ত আমরা যেতে পারি ? সীমাহীন নীল আকাশটাই কি সেখানে একমাত্র সীমানা কিংবা প্রাচীর ? অথবা How far can you go when you go too far ?
(@)
@সংশপ্তক,
বাহ, অদ্ভূত বলেছেন তো। আমি ভাবি, মনকে এড়িয়ে আসলেই কি একেবাররে নিজের মত করে কোথাও যাওয়া যায়, না কি যাই? নিজেকে তো সবাই সঁপে বেড়াচ্ছি অধিক গুরুত্বপূর্ণ প্রয়োজনের কাছে। তবু, কি অদ্ভুত, বন্ধু; কত কিছুই যে মন চায়।
@কাজী রহমান,
এই কবিতাটি বুঝতে অসুবিধা হয়নি।
উচ্চমার্গের কবিতা বুঝার মত ঘিলু আমার নাই।
@আবুল কাশেম,
যতই বাউলি কাটেন, বাল্যপ্রেম কাহিনি শোনাতে কিন্তু হবেই :))
আপনার মন অনেক কিছু চায়, বিশেষ করে শৈশবটা। আচ্ছা, মনের কি অস্তিত্ব আছে? আপনি কোন টাকে মন বলছেন?
@এ.প্রামানিক,
মন কে আলাদা করিনি। ‘মন চায়’ মানে ‘ইচ্ছে হয়’; ‘ইচ্ছে করে’ এই ধরনের ব্যাপার আরকি। বিজ্ঞানকে হলদে করে হাইলাইট করতেও চাইনি।
তারপরও যদি মনে করিয়ে দিতে বলেন তো বলবো, আমার ইচ্ছে, জগত , স্মৃতি, আমার উচ্ছ্বাস, বেদনা, আমার সংবেদনশীলতা, ইত্যাদি আমার ব্যাপারগুলো আসলে মস্তিস্কের স্নায়ুকোষ এবং তাদের আনুষঙ্গিক অণুগুলোর বিবিধ ব্যবহার ছাড়া আর কিছুই নয় বটে। অনেকটা এইরকম, The element of a person that enables them to be aware of the world and their experiences, to think, and to feel; the faculty of consciousness and thought………।।
তারপরও, অত ভাবনা না করেই মন যা চেয়েছে, তা ই লিখেছি।
ছুঁতে গিয়ে, ছুঁতে না পেরে, একটুখানি হারিয়ে যাওয়া, তারপর ফিরে আসা স্পর্শের অনুভবে
কবি-র আকুতি
হয়তো এমনি করে আমরা সময়ের ফানুসে পাক খেতে খেতে হারিয়ে যাব, তখনো স্বপ্নগুলো বাতাসে বাতাসে ভেসে বেড়াবে, রয়ে যাবে এক মানুষ থেকে অন্য এক মানুষে।
ঠিকঠাক বুঝলাম কিনা জানিনা, তবে ভাবনা এসে, একটুখানি ভাসিয়ে নিয়ে গেল।
যদিও বুঝিনি ‘ফেরকরে’ এর মানে। এই না-জানাটাও কিন্তু আমার ভাবনার পথে কাঁটা হয়ে ওঠেনি।
@স্বপন মাঝি,
ওপাশটার ঢালটাকে দেখতে মন না চাইলেও যে মন চায়, চোখ মেলে যায়। সময়কে বাঁধা যায় না জানি, তবু ; তবু যে হায়, মন চায় (D)
কাজীর মত কবিতা লিখতে মন চায় আমার।
অভাব শুধু ফরিদের মত পাঠক পাবার।।
@গীতা দাস,
আমরাও যে পড়ি ভাই। জীবন নিয়ে খুব দাগ কেটে লেখেন আপনি, অপূর্ব লেখাগুলোর মাঝখানে অপেক্ষা একটু কমিয়ে দেওয়া যায় না? (F)
তাহলে আর সমস্যা কি?
কবিতার বই হবে বৈকি।
ফেটে গেলে ফেটে যাবেন।
কবিতার তরে শহীদ হবেন।
@ফরিদ আহমেদ,
কবি মোডেই আছি রে ভাই
শহীদ হবার ভয় নেই তাই।
দারুণ! কবিতার বই বের করার সময় হয়ে গেছে আপনার।
@ফরিদ আহমেদ,
ফট্টাশ ফেটে যাবো তো :))
(Y)
@বেয়াদপ পোলা,
থাঙ্কু, (D)