ক্ষনিকের দেখা
পথের মাঝে
আমার গ্রীবাভঙ্গি
পাগল করেছে তোমায়।
আটকে গেছি
মাকড়শার জালে,
তোমার মনের বারান্দায়।
আজ কেন মনে হয়
স্বপ্নলোকের কেউ
তুমি, কল্পলোকের সঙ্গীত।
বেসামাল হয়ে
ভুল নামে ডেকোনা,
কোনো বিঘ্ন হবেনা।
শ্যামল ছায়ায়
পথ ধরে এসো-
সন্ধ্যা প্রদীপ জ্বালাব।
মিনি কবিতাটা বেশ ভাল লাগল!
তারপর কেমন আছেন?
আজ আমার বেশ আনন্দের দিন!
আমার মা দেশের সিভিল এভিয়েশন ও পর্যটন বিভাগ থেকে
“রত্নগর্ভা মা” এওয়ার্ড পেয়েছেন!
ভাল থাকুন!
@লাইজু নাহার,
(F) (W)
@টেকি সাফি,
অনেক শুভেচ্ছা!
ভাল থাকুন আর টেকিতে আরও এগিয়ে যান!
@লাইজু নাহার,
আপনার ভালোলাগা আমার অনেক কিছু বয়ে আনে। সুখবর-
আনন্দে আপ্লুত হলাম। আপনি এমন গর্বিত মায়ের সন্তান ভাবতেই ভালোলাগছে। শুভেচ্ছা- (F)
@আফরোজা আলম,
আপনাকেও অজস্র শুভেচ্ছা!(F)
:-s
@কাজী রহমান,
চিন্তায় পড়ে গেলেন- 🙂
@আফরোজা আলম,
:)) :)) :)) তা একটু পড়লাম আরকি। বেশ কদিন প্র লেখা দেখে ভাল লাগল।
@কাজী রহমান,
ঠিক বলেছেন। আসলে লেখা তো সব সময় আসেনা। আর এলেও পরিস্থিতি
থাকে না লেখার। আপনাকে আর একদফা ধন্যবাদ।
ছোট আর সোজা সাপটা সব কথা, কিন্তু কেমন একটা রেশ রেখে যায় ৷ আচ্ছা আপনার সেই লেখাটার পরবর্তী পর্বগুলো কই ৷ দারুন লিখছিলেন কিন্তু ৷ অনেকটা আত্মজীবনী ধা৺চে ছিল লেখাটা ৷
@শুভ্র,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
“ বিকেলের আলোয়” লেখাটা আপাততঃ ব্যক্তিগত
সমস্যার জন্য স্থগিত রেখেছি। সময় সুযোগ হলেই লিখব ইচ্ছে আছে। আপনার ভালোলাগাই আমার চলার পথের পাথেয়।
এতো ছোট্ট? তবুও সুন্দর, তবুও ভাল। (Y) (F)
এখন শরীরটা কেমন যাচ্ছে, আর ভাইয়ের?
@আকাশ মালিক,
ভালো লাগার জন্য আমি আনন্দিত।
আমার শরীর আগের চাইতে ভালো। ভাই না, বোন সিঙ্গাপুরে গেছে চিকিৎসার জন্যে।