তুমি ভালবাসতে চেয়েছিলে।
আমিও ।
হয়নি।
তুমি
অনেক দূর অবদি চলে এসেছিলে।
আমিও ।
হয়নি আর পথ চলা।
তুমি ফিরে গেলে,
জানালে,
ভালবাসতে চেয়েছিলে
হয়নি।
আমি জানলাম
চেয়েও পাইনি।
হয়নি।
জল-ভেজা চোখে ভেসে গেল
একখন্ড অতীত।
স্মিত হেসে সামনে এসে দাঁড়ালো
পথ
দু’জনার দু’টি পথ।
সেপ্টেম্বর ২২, ০৮
কবিতাটি ভালো । তবে আরো….
@শিকদার ওয়ালিউজ্জামান,
প্রেমের কি দুঃখমাখানো, বিষাদ করুন পরিনতি (W)
দারুন ভালো লেগেছে(Y)
@মাহবুব সাঈদ মামুন,
কবিতা হলো কি-না, জানিনা, ভাল লেগেছে – এইটুকু জেনে ভাল লাগলো।
পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
বেদনা-বিধুর বিরহের সুর যেন উঠলো বেজে প্রাণে।
@তামান্না ঝুমু,
ধন্যবাদ।
ভাল লাগল!
@লাইজু নাহার,
ধন্যবাদ।
অতীতকে চোখের জলে ভেসে যেতে দেবেন না। স্মিত হেসে যে পথটি আপনার সামনে দাড়াল তাকে সাধরে বরণ করে নিন জীবনের ধারাবাহিকতা মনে করে।
ভাল থাকুন।
@বাদল চৌধুরী,
আমাকে উপদেশ দিয়ে লাভ নেই। আমি বৈঠাবিহীন নৌকার মাঝি হয়ে নিরুদ্দেশের পথে যাত্রা করবো।
হুম , ভালোবাসার যাত্রায় গন্তব্য বড়ই স্পর্শকাতর। পাশার দান ঘন ঘন উল্টে যায় (D) ।
@সংশপ্তক,
আরো একটুখানি দিন দাদা (D) ।আঃ কি শান্তি!
খুব সহজ ভাবে বলা, সাদা মাটা। খুবই ভালো লাগল।
@সাইফুল ইসলাম,
প্রশংসা শুনে খুব একটা অভ্যস্ত নই। আপনাকে ধন্যবাদ।
ভালো লাগলো বেশ।
@আফরোজা আলম,
ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।