বিবর্তন নিয়ে কিছু লেখার খ্যামতা আমার নাই, তাই ভাবলাম মুক্তমনার ব্লগারদের সাথে কয়েকটা কার্টুনই না হয় শেয়ার করি ডারউইন দিবস উপলক্ষ্যে। পাঠকেরা বোধ হয় বুঝতে পারছেন যে এই কার্টুনগুলোর একটাও আমার পর্বতসম প্রতিভার ধারক নয়। তবে ‘ইন্টেলিজেন্ট ডিজাইনার’ দ্বারা তৈরি কোন পাঠক যদি ভুল করে মনে করে বসেন যে এগুলো আমার নিজস্ব কীর্তি তাই আগেভাগেই বলে নিতে চাই যে সবগুলো কার্টুনই ইন্টেরনেট থেকে যোগাড় করা, কাটা এবং জোড়া দেওয়া আর বাংলায় ক্যাপশন বসানো ছাড়া এখানে আমার আর কোন বিবর্তনীয় সৃষ্টিশীলতা ব্যবহার করা হয়নি।
সবাইকে ডারউইন দিবসের শুভেচ্ছা, আর সেই সাথে হুস্নী মোবারকের পতনের অসম্ভাবনাকে সম্ভব করে তোলার জন্য মিশরের জনগনের জন্যও রইলো এক রাশ শুভেচ্ছা। (F)
বিজ্ঞানীরা প্রাণের উৎপত্তি নিয়ে মাথার চুল ছিঁড়তেসে সেই কবে থেকে, কিন্তু এই সোজা ব্যাপারটা তাদের ঝানু মাথায় এখনো আসল না? মুক্তমনার মহান মডারেটরদ্বয় অভিজিত রায় আর ফরিদ আহমেদ কতই না হাবিজাবি লিখে একটা আস্ত বইই বাইর করে ফেললো বোকা পাঠকদের জন্য, শুধু আসল তত্ত্বটারই কোন খবর নাই…
এই উর্বসী তন্বী ধরণী মাতার বয়স ছয় হাজার বছরের বেশি হয় ক্যামনে?
আয় হায়, ছয় মিলিয়ন বছর ধরে ভুল লুকরে ফলো করতাছি?
মানুষ হইয়াই ভ্যাজালটা লাগায় দিলো, খালি বাইক্কা চিন্তা!
গীতা দাসের নতুন বিবর্তনের বই – তখন ও এখন :
তখন – পটকা ফাহিম , আর হোৎকা টিভি, আর এখন – হোৎকা ফাহিম আর পটকা টিভি
মুক্তমনার টেকি মডারেটর হোমোপ্রোগ্রামাস শাফায়েতাস
বিবি হাওয়া, এখন আমার আপনের দেওয়া আপেল বাঙ্গি খাওনের সময় নাই, হাতে ম্যালা কাজ!
এক দফা এক দাবী – বিজ্ঞান তুই কবে যাবি?
বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয় …
শিক্ষাক্ষেত্রে বৈষম্য চলবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে সাম্যবাদ প্রতিষ্ঠিত করতে হবে।
হো হো হো !! :hahahee:
টুইটারে শেয়ার করসি, অর্ধেক ফলুয়ার নাকি হাসতে হাসতে হসপিটালে ভর্তি হইসে :guru: :guru: অ্যান্ড বাকি অর্ধেক আনফলু মারসে বিবি হাওয়ারে নিয়া রংগ করার জন্য!
মনডা খারাপ হয়া গেল :-Y
:lotpot: চ্রম…
:hahahee:
হোমোপ্রোগ্রামাস রামগড়ুড়ের ছানাাস!!!
নামটা ব্যাপপপক পছন্দ হইসে!! পুরো পোস্টটাই মারাত্মক হয়েছে। এই প্রথম বিবর্তন নিয়ে লেখা আমার পছন্দ হইলো!!
ব্যাপক মজা পাইলাম!!
বিবর্তন রঙ্গে অতীব পুলকিত হইলাম।
[img]http://farm6.static.flickr.com/5219/5440826872_c9105c7d4f_z.jpg[/img]
–পটকা আর হোৎকা ফাহিম কার্টুনটি বেশ হয়েছে!!!
–‘মুক্তমনার টেকি মডারেটর হোমোপ্রোগ্রামাস রামগড়ুড়ের ছানাাস’ এর কার্টুনটার নীচে লেখাগুলো পড়তে পারলে আরো মজা পেতাম।
— আজকের জন্য করা আমার একটা প্রোফাইল পিকচার ( ইন্টারনেট থেকে ধার করে পেইন্টে কেটে কুটে জোড়া দিয়ে বানানো) এখানে দেবার লোভ সামলাতে পারছি না।
ভালো হয়েছে- খালেক! :)) :))
@রায়হান আবীর, আপ্নে আমার আসল নাম জানলেন ক্যাম্নে 😉 ।
@ফাহিম রেজা,
বলেন কি! এটা আসলে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের ডায়লগ। তার নাম ছিলো খালেক :))
হা হা হা হা, আদমকে তো এক্কেবারে নোয়াখালির হুজুর বানায় দিলেন :hahahee: ।
:lotpot: জবর!
ফাহিম রেজা নামের এই রসে টইটম্বুর তুমুল রসিক লোকটিকে দেখবার একটু রাখঢাখ রসালো শখ ছিল আমার। তিনি কি বীরবলের মত বপুহীন, নাকি গোপাল ভাঁড়ের মত গোলগাল ভুঁড়ি সমৃদ্ধ? এখন দেখছি তিনি দুজনের মতই। তখন ছিলেন বীরবলের মতন, আর এখন বিবর্তিত হয়ে হয়েছেন গোপাল ভাঁড়ের মতন।
@ফরিদ আহমেদ, আপনি যে এধরণের জিনিসে বিমোদিত হইবেন বুঝি নাই। আপনাদের ব্লেসিং পেলে আরও ‘বিশুদ্ধ’ বিনোদন উপহার দিতে পারি …
@ফাহিম রেজা,
আরে বলেন কী? আপনি কি আমারে রসকষহীন এরশাদ দাদুর মত বুইড়া ভাবছেন নাকি? 😛
আপনার রসালো লেখার একজন শাসালো ভক্ত আমি।
আমার নিজেরও মেধা নাই কিছু। তাই আন্তর্জাল থেকে চুরি করে একখান কার্টুনরঙ্গ তুলে দিলাম এখানে।
httpv://www.youtube.com/watch?v=3m0YYy9lqqs&feature=fvsr
@ফরিদ আহমেদ,
ভিডিওতে ক্লিক করলে নিচের লেখাটা আসে।
The video contains content from Sony Music Entertainment, who has blocked it in your country on copyright grounds.
blocked জিনিস দিলেন কেন ভাই?
@রনবীর সরকার,
http://www.downloadconvertvideo.com/
এখানে গিয়ে কনভার্ট করে ডাউনলোড করে নিন।
সেইরকম!
(Y) (Y)
মুক্তমনায় নতুন বাত্তি জ্বলছে রে! (I)
এইটা জোস হইসে !!!
এইটা ক্লাসিক!!!
৩ আর ৫ নং সবচেয়ে ভাল লেগেছে। আমিও একটা কার্টুন শেয়ার করি।
[img]http://media.somewhereinblog.net/images/thumbs/sadachokhblog_1297495659_1-homo.jpg[/img]
@ ভাই সাদাচোখ, মুক্তমনায় আপনি যে আজ কী করলেন তা আপনি নিজেই জানেন না। চোখটা কেমন যেন ভিজে আসছে আমার এখন ( আমিও কী শেষ পর্যন্ত জন বেনার হয়ে গেলাম?)। আমি এই কার্টুনটার দিকে লোভাতুর চোখে অনেকক্ষন তাকিয়ে ছিলাম। একদিকে এইটা দিতে মন চায়, আরেকদিকে ফরিদ আহমেদ আর অভিজিত রায়দের রস্কসহীন বৃদ্ধ শাসানির কথা মনে হয়। শেষ পর্যন্ত ব্যান খাওয়ার ভয়টাই জিতে গেল, সেন্সর করে ফেললাম কার্টুনটা :-[ । রসকষহীন নার্ডি মুক্তমনাকে আজকে আপনি মানবতাকে পরবর্তী স্তরে বিবর্তিত করলেন, এই মিউটেশন টিকে থাক মুক্তমনায়। অভিনন্দন (F)
@ফাহিম রেজা,
আসলে বলতে চেয়েছিলাম, রসকষহীন নার্ডি মুক্তমনাকে আপনি আজকে পরবর্তী স্তরে বিবর্তিত করলেন, এই মিউটেশন টিকে থাক মুক্তমনায়। অভিনন্দন।
শেষেরটা চরম হইছে।
চরম।
😀 😀
বুড়োর ধরে এখনও মাথা আছে ? :))
হাড্ডি কঙ্কালের মধ্যেও এরকম রংগ দুর্দান্ত! মানুষ হয়েই যত সর্বনাশ ঘটল।