স্তুতি
আমাদের ভগবান
গুনগুন গায় গান
জনতার প্রতি নাকি
তিনি খুব দয়াবান।
চাউলের দাম বাড়ে
ছায়াপথে মাছ ওড়ে
তেল-শাক কিনতেই
শ্রমিকের যায় প্রাণ।
যুগ যুগ কেটে যায়
শুধু করি হায় হায়
মাইনের কথা হলে
ভগবান ক্ষেপে যান।
যা-ই কিছু হাতে দেন
দশভাগ কেটে নেন
রেখে দেন নিজ ভাগে
বিধি তার কি মহান।
শ্রমিকের যায় প্রাণ
বিধি শুধু মোটা হন
তবু মুখে বলি হেসে
প্রভু তুমিই মহান।
তোমারা আর কি কইবে? যা কইবি,বলবি,তাতে পড়ে তোমরাই মরবি।
========== এ কথাগুলো যে ছড়ায় তা ভাল না লেগে যায় না। খুব ভাল লেগেছে। আরো চাই।
মুক্তমনায় ছড়ার সংখ্যা খুবই কম। তবে কবিতার সংখ্যা মোটামুটি ভালো দেখতে পাওয়া যায়। কবিতার চেয়ে ছড়া মনে থাকে বেশি। ছন্দের কারণে মনে স্থান বেশি। কবিতার সাথে ছড়ার দিকেও মন দিচ্ছি। দু একজন ভালো বললেই ছড়ার প্রতি যত্নশীল হবো। মুক্তমনায় একমাত্র আব্দুর রহমান আবিদের ছড়াগুলোই সবচেয়ে ভালো লাগে।