স্তুতি

আমাদের ভগবান
গুনগুন গায় গান
জনতার প্রতি নাকি
তিনি খুব দয়াবান।

চাউলের দাম বাড়ে
ছায়াপথে মাছ ওড়ে
তেল-শাক কিনতেই
শ্রমিকের যায় প্রাণ।

যুগ যুগ কেটে যায়
শুধু করি হায় হায়
মাইনের কথা হলে
ভগবান ক্ষেপে যান।

যা-ই কিছু হাতে দেন
দশভাগ কেটে নেন
রেখে দেন নিজ ভাগে
বিধি তার কি মহান।

শ্রমিকের যায় প্রাণ
বিধি শুধু মোটা হন
তবু মুখে বলি হেসে
প্রভু তুমিই মহান।