animal-sacrifice-11প্রিয় বন্ধু,
আপনারা সকলেই জানেন ভারতীয় আইন অনুসারে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে যে কোনো রকম পশুবলি নিষিদ্ধ। অথচ আমাদের দেশের বহু ধর্মীয় অনুষ্ঠানে প্রতিনিয়ত নির্বিচারে অসংখ্য মোষ, পাঁঠা, উট, দুম্বা, হাঁস, মুরগী ইত্যাদি পশু বলি দেওয়া হয়ে থাকে। অত্যন্ত লজ্জার সাথে জানাতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবংগের বাঁকুড়া জেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মনসা পুজো উপলক্ষ্যে প্রতিবছর পশুবলি হয় ছোট ছোট শিশুদের সামনেই।পাঠ্যস্থানে এই নারকীয় দৃশ্য তাদের মনে যে ভয়ঙ্কর রকম কুপ্রভাব ফেলে তা নিশ্চয় বলার অপেক্ষা রাখেনা। পুজোর উদ্যোক্তারা এবছরেও আগস্ট মাসের তৃ্তীয় সপ্তাহে এই কুকাজটি করবে। অথচ প্রশাসন নির্বিকার। ‘ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’ গত কয়েক বছর ধরে বিদ্যালয়ে পশুবলির মত বেআইনি ও অমানবিক প্রথার বিরুদ্ধে লড়ায়ে নেমেছে। এই পিটিশনের মাধ্যমে বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে জানানো হবে তারা যেন অবিলম্বে ব্যাবস্থা নেন। জনমত গড়ে তুলতে আপনার অনলাইন স্বাক্ষর আমাদের একান্ত প্রয়োজন।

স্বাক্ষর করার জন্য এখানে ক্লিক করুন।-http://www.petitiononline.com/sacrific/petition-sign.html