একজীবনের অবগাহন
বিষন্ন সন্ধ্যায়
দুপুরের হু-হু করা বুক,
সব দীর্ঘশ্বাসকে পাশ
কাটাতে,কেঁদে ওঠে
অন্তরাত্মা,
পুরানো অসুখের ব্যথা
মাঘী পূর্নিমায় জেগে ওঠে।
মনঃক্ষুন্ন ভোরের আকাশ
দেউলিয়া করে
ঝড়হীণ বাতাস,
চিলে কোঠায় বাধা পড়া
ভালোবাসা,
উড়ন্ত হংসের মত।
আপনি দারুন একটা কবিতা লেখার পরো মাত্র ৪ জন মন্তব্য করবেন এটা আপনার না আমাদের মুক্ত-মনার নিয়তি তাই ভাবছি। 🙂
আপনি আবার ঘাবড়ে যাবেন না, লেখাটি কিন্তু ঠিকই ৮২ বার পঠিত হয়েছে, আরো হবে।
সকলকে কিছুটা হলেও কবিতা- গল্প এগুলোতে সময় দেয়ার আহবান জানাচ্ছি।
@সৈকত চৌধুরী,
আপনার এই কথাকে আমি একমত না হয়ে পারছিনা। কী জানি আমি লক্ষ্য করেছি এমনই হয়ে থাকে।
সাহিত্য কে কেনো পাশ কাটানো হয় কি জানি। হয়তো কেউ বলবেন আমি পাঠক টানতে পারিনা,এইটা আমার ব্যর্থতা।তাই মাথা পেতে নিতে হবে। আপনাদের মত ক’জন পাঠক পেলেই আমি ধন্য। 🙂
@আফরোজা আলম,
মন্তব্যের পরিসংখ্যান দিয়ে লেখার মান নির্ণয় হয়না। লেখায় যদি হিটের সংখ্যা গুনতে চান, তাহলে এরকম একটি কবিতা লিখুন –
কোথা খোঁজ মুসলিম শুধু বুনো জানোয়ার
যে বলে সে মুসলিম জিভ ধরে টানো তার।
দুনিয়াতে মুসলিম আজ পোষা জানোয়ার
অথবা ভগবানের বুকে পদচিহ্ন এঁকে অগ্নিবীণায় সুর তুলুন, দেখবেন হিট কারে কয়।
এ আমাদের দুর্ভাগ্য যে সহকর্মী সাথীরা জ্ঞানের অন্যান্য শাখা বিজ্ঞান, দর্শন সাহিত্যে যাদের বিচরণ তারা মুক্তমনার বৈচিত্র্য বর্ধনে আশানুরূপ কন্ট্রিবিউট করছেন না।
আমরা যারা ধর্ম নিয়ে মুক্তমনায় ক্যাচাল পাড়ি, এ আমাদের স্বার্থকতা যে আমরা মুক্তমনাকে কোলাহল পূর্ণ করে আমাদের পাঠকদের ধরে রাখতে পেরেছি। আর ইনশাল্লাহ লক্ষ্য করছি এ সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।
@আকাশ মালিক,
নাহ নাহ তেমন কিছু না। একজন আমাকে বলেছিলেন আমার একখানা কবিতা পোস্ট করতে, করলাম।
পাঠক পাই না পাই ,তাতে কিছু না।কেননা যখন লিখেছিলাম কবিতা তখন পাঠকের কথা ভেবে লিখিনি।লিখিও না।
আমার কোনো লেখা বিশেষতঃ কবিতা আমার মনের তাগিদে লিখি। কোথাও পোস্ট করবো,বা অনেক পাঠক পাবো এমন কোনো অভিলাস আমার নেই।কেউ পড়লে খুশি না পড়লেও কষ্ট নেই। আপনার চমৎকার বক্তব্য আমাকে মুগ্ধ করলো 🙂
ভাল লাগল!
কোথায় যেন পড়েছিলাম- “দুঃখের গানগুলোই
সবচেয়ে প্রিয়”।
@লাইজু নাহার,
সত্যই তাই। আপনাকে ধন্যবাদ।
কবিতাটি খুবই ভালো লাগলো। একধরণের কষ্ট পেলাম ঠিকই, কিস্তু ঐ যে ‘pleasure in pain’ , আপনার কবিতাটি পড়ে একধরনের nostalgia তাড়া করছে…
@মোজাফফর হোসেন,
এই প্রথম আপনার মন্তব্য আমার খুব ভালো লাগলো।
বরাবরের মতই ভালো লাগল।
ভুল হতে পারে তবুও বলছি, আপনার সব কবিতায় একটা গুমোট ভাব থাকে, বিষন্নতা চোখে পরে। এর কি আলাদা কারন আছে নাকি এমনি?
এই লাইনকটা ভালো লেগেছে।
@সাইফুল ইসলাম,
:yes: আমারো একই প্রশ্ন।
সত্যি বলছি- আপনার কবিতাটি মন ছুঁয়ে যাওয়ার মত।
(দুটো বানান – পূর্নিমায়, ঝড়হীণ)
@সৈকত চৌধুরী,
আপনাদের ভালো লাগা আমার বড় প্রেরণা। বিষন্নতার একটা সৌন্দর্য আছে বৈকী? 🙂
@সাইফুল ইসলাম,
আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাবে জানাই এমন ভাবে লেখাটাই হয়তো আমার ভালো লাগে।
জনাব মাহফুজের অনুরোধে কবিতাটা দিলাম,আমার কবিতা গুচ্ছ থেকে।