মুক্তমনার পাঠক এবং লেখকদের ব্যবহার উপযোগিতার কথা মাথায় রেখে মুক্তমনার লেখা পোস্ট করার এবং মন্তব্য করার লে-আউটে একটা বড় ধরনের পরিবর্তন আনা হল। এখন থেকে পাঠক এবং লেখকেরা লেখা পোস্ট এবং মন্তব্য করার সময় অনেকটা 'হোয়াট ইউ সি ইজ হোয়াট ইয়ু গেট' (WYSIWYG) ধরণের ফলাফল দেখতে পাবেন। আগে লেখা বোল্ড করলে কিংবা স্মাইলী বোতামে চাপ দিলে এ সংক্রান্ত কোড লেখায় চলে আসতো। এখন আর তা হবে না বলে আশা করা যাচ্ছে। সরাসরি স্মাইলীর ছবি দেখতে পাবেন, কিংবা টাইপিং-এর সময়েই বোল্ড হওয়া লেখা দেখতে পাবেন। লিঙ্কায়িতকরণ কিংবা ছবি সংযুক্তকরণও অনেক সহজ করার চেষ্টা করা হয়েছে।
লেখার সুবিধার জন্য ইন্টারফেস অনেকটাই মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করার মতো রাখা হয়েছে –
একই ধরণের ইন্টারফেস মন্তব্য করার সময়ও দেখা যাবে, যদিও মন্তব্যের ইন্টারফেসে বোতামের সংখ্যা কিছু কম রাখা হয়েছে।
মন্তব্য করার সময় লেখা রঙিন করা, লিঙ্ক দেয়া কিংবা স্মাইলী বসানোও অনেক সহজ । দেখুন –
অন্যান্য বাংলা ব্লগ সাইটগুলোতে এ ধরণের WYSIWYG ইন্টারফেস এখনো আসেনি। মুক্তমনাই এ ব্যাপারে প্রাথমিক উদ্যোগ নিল বলা যায়। এই ইন্টারফেস লে-আউট এখনো পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে বিধায় অনেক ব্লগ সদস্য প্রথম দিকে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন। আগের কিছু ফীচার নাও কাজ করতে পারে। অনেক কম্পিউটারেই অভ্র, বিজয় ফোনেটিক বোতামগুলো কাজ করবে না, কিংবা মাউস ক্লিকে বররণ বসানোতেও সমস্যা হতে পারে। এগুলো নিয়ে আমরা পরীক্ষা করছি। খুব শিগগীরই সেগুলো মুল ইন্টারফেসের সাথে সংযুক্ত করা হবে।
অনেক কম্পিউটারে টাইপ করার সময় লেখার আকার খুব ছোট দেখা যেতে পারে। ফন্টের আকার বাড়াবোর জন্য ফীচার সংযুক্ত করা হয়েছে এই ব্যাপারটি মাথায় রেখে। ফন্ট নির্বাচনের অপশনও প্রদান করা হয়েছে। সোলায়মানলিপি ফন্ট নির্বাচন করে লিখলে উইন্ডোজ এর ডিফল্ট বাংলা ফন্ট বৃন্দা থেকে মুক্তি পাওয়া যাবে সহজেই। সোলায়মানলিপি ফন্ট নির্বাচন করে লিখতে গেলে অবশ্যই আপনার পিসিতে সোলায়মানলিপি ফন্ট থাকতে হবে। যদি সোলায়মানলিপি ফন্ট না থাকে তবে ডাউনলোড করে নিন এখান থেকে। তারপর control Panel > font থেকে নতুন ফন্টটি ইন্সটল করে ফেলুন। লেখার মাঝে ইংরেজীতে কোন অংশ টাইপ করলে সেটুকুর জন্য Times New Roman ফন্ট নির্বাচন করতে পারেন। তবে ইংরেজী ফন্ট নির্বাচন না করলেও সমস্যা হবে না। তবে, একটি ব্যাপার মাথায় রাখতে হবে – বাংলা টাইপের ক্ষেত্রে Times New Roman ফন্ট নির্বাচন করলে কাংক্ষিত ফলাফল পাওয়া যাবে না। বাংলা টাইপিং-এর জন্য সোলাইমানলিপি নির্বাচন করা শ্রেয়। তবে কোন ধরণের কনফিউশন হলে ফন্ট ডিফল্ট যা আছে তা রেখেই টাইপ করতে পারেন।
মুক্তমনায় শিগগীরই আরো নতুন নতুন কিছু ফিচার যোগ করা হবে, এবং সেই সাথে সাইটের ছোটখাট সমস্যাগুলো দূর করার উদ্যোগ নেয়া হয়েছে।
এ ব্যাপারে পাঠক এবং লেখকদের ফিডব্যাক কামনা করা হচ্ছে।
সোলায়মানলিপি উবুন্টুতে স্থাপিত হচ্ছে না, কি করা যায়! উবুন্টু ১০.১০ ব্যবহার করছি। অন্যান্য ফন্ট যথা “রপালী”, “একুশে দূর্গা , শরীফা” ইত্যাদি স্থাপিত হচ্ছে।
কারও কোন উপদেশ বা পরাপর্শ?
অভিজিত;
আমি এখন অফিসের কম্পুটার ব্যবহার করে অভ্রতে লিখতে পারছি, যদিও আমার অফিসের কম্পুটারে অভ্র বসানো সম্ভব ন্য়।
তোমাকে ধন্যবাদ জানাচ্ছে আমার সমস্যাটি বোঝার জন্যে।
আশা করি এখন থেকে আমি আমার অফিস কম্পুটার দিয়ে বাংলায় মন্তব্য করতে পারব–ঘরের কম্পুটারের জন্য অপেক্ষা করতে হবে না।
সদস্যদের অনেকেই অভিযোগ করেছেন যে, ফায়ারফক্স ব্রাউজারে জবাবের অপশন ঠিকমত কাজ করছে না। স্মাইলী দিতেও সমস্যা হচ্ছে কোন কোন একাউন্ট থেকে। এই সমস্যাগুলো সমাধান করার আগ পর্যন্ত আমরা পূর্বেকার ইন্টারফেসেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই সমস্যাগুলো কাটিয়ে উঠে আমরা শিগগীরই ভিজুয়াল ইন্টারফেসে চলে আসব বলে আশা করছি।
সদস্যদের মধ্যে যারা গঠনমূলক ফীডব্যাক দিয়ে আমাদের সহায়তা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
@অভিজিৎ, দা,
আমার কাছে আগেরটাই ভালো লাগে। আসলে মুখ্যু মানুষের জন্যে(আমি) আগের পদ্ধতি সহজ। 🙂
@অভিজিৎ দা,
নতুন পদ্ধতি কি বোর্ড বাছাই ও লেখায় লিংক যুক্ত করা বেশ জটিল বলে মনে হচ্ছিল। একটি লেখায় প্রথমে অনেক কষ্ট করেও লিংক দিতে পারি নি। পরে পুরনো পদ্ধতি ফিরে আসায় এতে সফল হয়েছি।
ব্যাক্তিগতভাবে সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট সামহোয়ারইন ব্লগ ডটনেট-এর প্রযুক্তিগত সুযোগ-সুবিধা খুবই লেখক-বান্ধব বলে মনে করি।
মুক্তমনা ডটকম-এর নেপথ্যকর্মীদের সর্বাত্নক সাফল্য কামনা। জয় হোক।। :yes:
দারুণ কাজ হয়েছে একটা। অভিকে লাল গোলাপ শুভেচ্ছা।
অভি শুধু মুক্তমনার জনকই নয়, সময়ের সাথে তাল মিলিয়ে এর পুষ্টির সবটুকুও সেই যোগান দিয়ে চলেছে নিরলসভাবে। অবশ্য এছাড়া তার কোন উপায়ও নেই। মুক্তমনার সঙ্গে সংশ্লিষ্ট বাকী সবারই কারিগরি জ্ঞান যে শুন্যের কোঠায়।
মুক্তমনা মানেই নতুন চিন্তার গতি ও পথপ্রদর্শক। টেষ্ট করলাম ,দারুন মজা লাগলো।মুক্তামনা এডিমনকে লাল গোলাপের শুভেচ্ছা্
স্মাইলী আগের বার যায় নাই,এবার দেখি যায় কি-না ?
স্মাইলি মন্ত্যবের সাথে ২ বার যোগ করার পরেও দেখি যায় নাই।কি করতে হবে কেউ কি বলতে পারেন ?
মামুন ভাই, মনে হচ্ছে কোন কোন একাউন্ট থেকে স্মাইলী আসছে না। আমি এটা ঠিক করার চেষ্টা করছি। আপনাকে জানাবো ঠিক হলে।
@অভিজিৎদা: অসাধারণ কাজ করেছেন। আপনাকে একটা মেইলে করেছি,একটু চেক করবেন।
এটা কাজের হয়েছে। । একটু চেষ্টা করে দেখলাম। মুক্তমনা এগিয়ে চলুক।
অভিজিৎ দা,
যে কোনো জবাবের ক্ষেত্রেই null লেখাটা আসছে, জবাব দেয়া যাচ্ছে না। এই যেমন আপনার উপরোক্ত মন্তব্যের জবাবে ক্লিক করে উত্তর দিতে ব্যর্থ হয়ে পুনঃ পোস্ট ওপেন করে এখন মন্তব্য লিখছি।
সব পোস্টেই এই অভিন্ন আচরণ দেখছি।
গতকাল এবং আজও কিছু পোস্টে জবাব দিতে গিয়ে দেখি null লেখা উঠছে এবং কোন জবাব দেয়া বা লেখা যাচ্ছে না। ফলে জবাবই দেয়া হয়নি।
আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করি।
রণদীপমদা,
null ব্যাপারটা কি ফায়ারফক্সের সব জায়গাতেই ঘটছে, নাকি নির্দিষ্ট কারো জবাবের প্রত্যুত্তর দিতে গেলে?
আজকে রাতে ব্যাপারটা নিয়ে কাজ করব ভাবছি।
অভিজিৎ
আমি অপেরা ১০ ব্যবহার করে কোন মন্তব্যের জবাব দিতে পাচ্ছি না। টেক্সট বক্স আসছে ঠিকই কিন্তু কোন কা্র্সর আসছে না, কিছু টাইপ করাও যাচ্ছে না। মোজিলাতেও দেখলাম একই সমস্যা হচ্ছে, ওখানে অবশ্য টেক্সটবক্সে "নাল" লেখা দেখাচ্ছে।
আমি কেবল IEতে টেস্ট করেছিলাম। ধন্যবাদ পৃথিবী অন্য ব্রাউসারগুলোতে টেস্ট করার জন্য। দেখি আস্তে ধীরে সবকিছু ঠিক করতে হবে।
কাল রাতে উদ্ধৃতির ফিচারটা ঠিক করার চেষ্টা করলাম। এখন উদ্ধৃতি বোতামে ক্লিক করলে নীল টেক্সটবক্স চলে আসার কথা। জানিনা সব ব্রাউসারেই আসছে কিনা।
মুক্তমনা আ্যডমিন,
মনে তো হচ্ছে মন্তব্য এবার বেশী আকর্ষনীয় হয়েছে। সব গুলো অপসন তো দেখার সময় পেলাম না, তবে ভারী মজার হবে বলেই তো মনে হচ্ছে। সংশ্লিষ্ট মুক্তমনার সবাইকে আন্তরিক ধন্যবাদ। স স ভারী
কয়েকটা ইমু তো খুব মজার!!
নতুন আঙ্গিক বেশ ভাল লাগছে। সব ক'টা বোতাম এখনও ব্যবহার করে উঠতে পারি নি, আশা করি নিকট ভবিষ্যতে করা যাবে। অভিজিৎ রায় এর পেছনে অনেক সময় দিয়েছেন, তাকে অনেক ধন্যবাদ।
বাটনগুলার কি নাম দেওয়া যায়? না হলে বুঝতে অসুবিধা হচ্ছে কোন বাটন কি করে।
হ্যা আসলেই তো উদ্ধৃত করা অংশ আলাদা করে দেখা যাচ্ছে না। মন্তব্য দেওয়ার পর কি আসবে? প্রিভিউতেও তো দেখাচ্ছে না। আর ট্যাব হয়ে যাচ্ছে উদ্ধৃতি দেওয়ার পরের লাইনেও, ব্যাক স্পেস আর কাজ করছে না।
সম্পাদনা করার অপশানটা কি তুলে দেওয়া হয়েছে, এটা আবার দেওয়া যায় না?
রাহাত খান,
উদ্ধৃতিতে যে অংশটুকু যাবে সেটুকু সিলেক্ট করে উদ্ধৃতি বোতামে ক্লিক করলেই দেখবেন অংশটুকু একটু ডান পাশে সরে গেছে। ডানপাশে সরে যাওয়া অংশটুকুই উদ্ধৃতির মধ্যে থাকবে। তবে উদ্ধৃতির চারপাশে নীল রঙের বর্ডারটি টাইপ করার সময়ে পাওয়া যাচ্ছে না, এটা বোধ হয় খেয়াল করেছেন। তবে মন্তব্য পোস্ট করলে সেটি চলে আসবে। যেমন উপরে আপনার "২। উদ্ধৃত করা অংশ আসছে না " অংশটি নীল বর্ডারের মধ্যে দেখতে পাচ্ছি। এই নীল বর্ডারকে শিগগিরই ভিজুয়াল লে আউটে অন্তর্ভুক্ত করা হবে কনফিউশন এড়াতে।
আপনার অন্য পরামর্শগুলোর জন্য ধন্যবাদ।
একটা শব্দ এডিট করতে গিয়ে দেখি- সম্পূর্ণ প্রবন্ধ কালো কালো চেহারার, বড় বড় চোখের আরবী হরফে বাংলা হয়ে গেছে। আল্লাহর রহমতে দোয়া, ফু- তাবি্জ পানি পড়া দেয়ার পর সব ঠিক হয়ে গেছে।
এ সবই সময়ের ব্যাপার। কিছুটা কি-বৌর্ড আর মাউস নিয়ে অতিরিক্ত খেলা, ব্যস সব ঠিক হয়ে যাবে।
আকাশ মালিক,
পুরোনো লেখাগুলো আগের ফরম্যাটে ছিলো, সেজন্যই গুবলেট পাকিয়েছিল। আমি খুশি যে আপনি নতুন ফরম্যাটে আর্টিকেলটি আপডেট করতে পেরেছেন।
আপনার আগ্রহ এবং চেষ্টার জন্য অভিনন্দন!
পুনশ্চ: কয়েকটি লেখায় মন্তব্য করতে গিয়ে আপাতত যে বিষয়গুলোতে আটকে গেলাম: ১। ফ্রন্ট বাছাই আগের চেয়ে একটু জটিল মনে হচ্ছে, ২। উদ্ধৃত করা অংশ আসছে না, ৩। স্মাইলি প্রিভিউতে দেখালেও মন্তব্য প্রকাশের পর এটি আর দেখাচ্ছে না– ইত্যাদি।
তবে ছবি ও লিঙ্ক যোগ করার বিষয়টি সহজ হয়েছে বলে মনে হচ্ছে।
এ পর্যায়ে বিনীত প্রস্তাব: সদস্য ব্লগারের মন্তব্য প্রকাশের পর পরই অল্প কিছুক্ষণের জন্য মন্তব্যটি সম্পাদনার সুযোগ যোগ করা যায় কি না।
জয় হোক!
আপনার উদ্ধৃতি ব্যবহারের উত্তর এখানে দেয়া আছে।
দেখি স্মাইলী আসে কিনা।
@মুক্তমনা এডমিন,
টেস্ট: জবাবের ঘরে বোতাম টিপলে null লেখা আসে। আজব!
অনেক কষরত করে অ্যাট মুক্তমনা অ্যাডমিন আনতে হয়।
দেখি তো স্মাইলি ব্যাটা কতো ফাঁকি দিতে পারে!
সম্পূর্ণ রঙিন মন্তব্য : উ লা লা…
চমৎকার একটা কাজ হয়েছে ।
ইশ্, এরকম একটা ইন্টারফেস যদি আমার ব্যক্তিগত ওয়ার্ডপ্রেস ব্লগে থাকতো !
বাহ! দারুণ তো!
মুক্তমনা মানেই নতুন চিন্তার গতি ও পথপ্রদর্শক। টেষ্ট করলাম ,দারুন মজা লাগলো।মুক্তামনা এডিমনকে লাল গোলাপের শুভেচ্ছা
প্রথম প্রথম বলে হয়তো অসুবিধা হচ্ছে।পরে ঠিক হয়ে যাবে আশা করছি।দেখা যাক বাকিরা কী বলেন।