মুক্তমনার পাঠক এবং লেখকদের ব্যবহার উপযোগিতার কথা মাথায় রেখে  মুক্তমনার  লেখা পোস্ট করার এবং মন্তব্য করার লে-আউটে একটা বড় ধরনের পরিবর্তন আনা হল। এখন থেকে পাঠক এবং লেখকেরা লেখা পোস্ট এবং মন্তব্য করার সময় অনেকটা  'হোয়াট ইউ সি ইজ হোয়াট ইয়ু গেট' (WYSIWYG) ধরণের ফলাফল দেখতে পাবেন। আগে লেখা বোল্ড করলে কিংবা স্মাইলী বোতামে চাপ দিলে  এ সংক্রান্ত কোড লেখায় চলে আসতো। এখন আর তা হবে না বলে আশা করা যাচ্ছে। সরাসরি স্মাইলীর ছবি দেখতে পাবেন, কিংবা টাইপিং-এর সময়েই বোল্ড হওয়া লেখা দেখতে পাবেন। লিঙ্কায়িতকরণ কিংবা ছবি সংযুক্তকরণও অনেক সহজ করার চেষ্টা করা হয়েছে।
 
লেখার সুবিধার জন্য ইন্টারফেস অনেকটাই মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করার মতো রাখা হয়েছে –
 
 
 
 
 
একই ধরণের ইন্টারফেস মন্তব্য করার সময়ও দেখা যাবে, যদিও মন্তব্যের ইন্টারফেসে বোতামের সংখ্যা কিছু কম রাখা হয়েছে।
মন্তব্য করার সময় লেখা রঙিন করা, লিঙ্ক দেয়া কিংবা স্মাইলী বসানোও অনেক সহজ । দেখুন –
 
 
 
 
অন্যান্য বাংলা ব্লগ সাইটগুলোতে এ ধরণের WYSIWYG ইন্টারফেস এখনো আসেনি। মুক্তমনাই এ ব্যাপারে প্রাথমিক উদ্যোগ নিল বলা যায়। এই ইন্টারফেস লে-আউট এখনো পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে বিধায় অনেক ব্লগ সদস্য প্রথম দিকে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন। আগের কিছু ফীচার নাও কাজ করতে পারে। অনেক কম্পিউটারেই অভ্র, বিজয় ফোনেটিক বোতামগুলো কাজ করবে না, কিংবা মাউস ক্লিকে বররণ বসানোতেও সমস্যা হতে পারে। এগুলো নিয়ে আমরা পরীক্ষা করছি। খুব শিগগীরই সেগুলো মুল ইন্টারফেসের সাথে সংযুক্ত করা হবে।
 
অনেক কম্পিউটারে টাইপ করার সময় লেখার আকার খুব ছোট দেখা যেতে পারে। ফন্টের আকার বাড়াবোর জন্য ফীচার সংযুক্ত করা হয়েছে এই ব্যাপারটি মাথায় রেখে। ফন্ট নির্বাচনের অপশনও প্রদান করা হয়েছে। সোলায়মানলিপি ফন্ট নির্বাচন করে লিখলে উইন্ডোজ এর ডিফল্ট বাংলা ফন্ট বৃন্দা থেকে মুক্তি পাওয়া যাবে সহজেই। সোলায়মানলিপি ফন্ট নির্বাচন করে লিখতে গেলে অবশ্যই আপনার পিসিতে সোলায়মানলিপি ফন্ট থাকতে হবে। যদি সোলায়মানলিপি ফন্ট না থাকে তবে ডাউনলোড করে নিন এখান থেকে।  তারপর  control Panel > font  থেকে নতুন ফন্টটি ইন্সটল করে ফেলুন। লেখার মাঝে ইংরেজীতে কোন অংশ টাইপ করলে সেটুকুর জন্য Times New Roman ফন্ট নির্বাচন করতে পারেন। তবে ইংরেজী ফন্ট নির্বাচন না করলেও সমস্যা হবে না।  তবে, একটি ব্যাপার মাথায় রাখতে হবে –  বাংলা টাইপের ক্ষেত্রে Times New Roman ফন্ট  নির্বাচন করলে কাংক্ষিত ফলাফল পাওয়া যাবে না। বাংলা টাইপিং-এর জন্য সোলাইমানলিপি নির্বাচন করা শ্রেয়। তবে কোন ধরণের কনফিউশন হলে ফন্ট ডিফল্ট যা আছে তা রেখেই টাইপ করতে পারেন।
 
 
মুক্তমনায় শিগগীরই আরো নতুন নতুন কিছু ফিচার যোগ করা হবে, এবং সেই সাথে সাইটের ছোটখাট সমস্যাগুলো দূর করার উদ্যোগ নেয়া হয়েছে।  
 
এ ব্যাপারে পাঠক এবং লেখকদের ফিডব্যাক কামনা করা হচ্ছে।