মুক্তমনার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!
১৪১৭ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ,সুখ ও শান্তি।
পড়াশুনার সময় আমরা সবাই নববর্ষের খেতাব পেতাম।
এ নিয়ে খুব হাসাহাসি আর মজা হত।
মনে মনে মুক্তমনার সবার নববর্ষের নাম দেব ভেবেছিলাম!
সাহস পাইনি।
কে আবার কি মনে করে বসেন!
ভাল থাকুন সবাই!
@ লাইজু নাহার,
আপনাকে সহ মুক্তমনার লেখক পাঠক ও সকল মুক্তমনাপ্রেমীদের ইংরেজি নববষের শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীন ভাইয়ের মত বলি- আনন্দে কাটুক ইংরেজি নুতন বছরটি।
@ লাইজু নাহার
আমার খেতাবে আপনার কাছে কৈফিয়ত তলব করতে চেয়েছিলাম। কিন্তু আতিক-এর রিভিউ পড়ার পর বাদ দিয়ে দিলাম। আমার ব্যাপারে আতিক ১০০% কারেক্ট।
নববর্ষের শুভেচ্ছো
মুক্তমনার সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আনন্দে কাটুক বাংলা নুতন বছরটি।
নববর্ষের শুভেচ্ছে। মুক্তমনায় নববর্ষের ব্যানার নাই কেনো?
@বন্যা আহমেদ,
কেনু কেনু কেনু????
ব্যনার চাইই।
লাইজু,
আপনাকে এবং মুক্তমনার সবাইকেই নববর্ষের শুভেচ্ছা।
আমারে যে হারে পঁচানো হচ্ছে!! আপনি দুই চার খান খেতাব প্রদান কইরা আমারে উদ্ধার করেন!!!
সব্বাই কে অনেক অনেক অনেএএএএএএএএএএএএএএএএএএএএক নববর্ষের শুভেচ্ছা!!! সবাই বাইরে বাইরে ঘুরে, আর আমি বাসায় বসে ভেরেন্ডা ভাজি!!! দুঃখ দুঃখ!! 🙁
শুভ নববর্ষ!!
“ফানুস” ফাটায়া দিল ক্যান?? ফানুস-৩ এ কমেন্ট অপশন বন্ধ কেন?
যাই হোক, আমার একটা নাম দেয়া অলরেডি হয়ে গেছে!! ভূদূ!! আসলেই আমি ভূদূ টাইপ!!
@তানভী,
ফানুস কমেন্ট অপশন বন্ধ ? কি জানি । সত্যি বলছেন? তবে ?
ওহো সব্বাইকে নতুণ বছুরের শুভেচ্ছা । 🙂
লাইজু,
খেতাব খেতাব খেলায় আবার শৈশব — কৈশোর আর যৌবনে ফিরে যাওয়া যেত। সাহস করে যখন খেতাবের কথা বলেই ফেলেছেন তখন দিয়েই দিন। লাজুক লাজুক লাইজু সাহসী হোন।
আর ফরিদ তো
কথাটা বলে সে যে ফটাকাবাজ ফরিদ তা প্রমাণ দিল। :lotpot: :lotpot:
খেতাবের ব্যাপারে আমার পূর্ব অভিজ্ঞতা খুবই করুন। আমি সবার খেতাব দিতাম আর বন্ধুরা সবাই মিলে আমারটা দিত।
ফলে প্রায় প্রতিবারই আমারটাই হতো সবচেয়ে হৃদয়বিদারক খেতাব। অবশ্য আমাদের খতাবের ধারাটিই ছিল মানহানীকর।
এসব আপনাকে সাবধান করার জন্য বলা। 🙂
সবাই কত কিছু ফ্রিএ দিচ্ছে নতুন বছরে। আপনি নাহয় সবাইকে অন্তত একটি খেতাব ফ্রি দিয়ে-ই দিতেন। যে বছর আমি প্রথম বার বাংলা নববর্ষ পালন করি। সে বছর আমার বন্ধুরা আমাকে খেতাব দিয়েছি “মেটাল হুজুর” 😛
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
মুক্তমনায় লিখতে গেলে কঠিন সাহসী হতে হয়, অলিখিত শর্ত।
অতএব সাহস করে নাম দিয়েই দেন।
নববর্ষের শুভেচ্ছা।
সাহসটা দেখালেই পারতেন। দারুণ মজা হতো কিন্তু। অবশ্য, সময় এখনো শেষ হয়ে যায়নি। খেতাব দিয়ে দিতে পারেন এখনো। তবে, শর্ত হচ্ছ্ আমাকে একটা ভাল খেতাব দিতে হবে। নইলে কড়া আপত্তি জানাবো। জানিয়ে রাখছি এখনি।
শুভ নববর্ষ আপনাকে ও মুক্তমনার সবাইকে।
একটু সাহস করে দিলে পারতেন, কি আর এমন হতো, কিন্তু খুব মজা হতো।
সবাইকে শুভ নববর্ষ। :rose2: :rose2: :rose2:
@লাইজু নাহার, এমনিতেই পোস্ট টা খুব ছোট হয়েছে। সবার নববর্ষের নাম দিয়ে দেন প্লিজ। আমার আপত্তি নাই।
ব্রাইট স্মাইলের সাথে পুরোপুরি একমত।