আপনারা জানেন কি না জানিনা..
আগামী মাসে মেলবোর্ন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ‘নাস্তিকতার উত্থান – বিশ্ব নাস্তিক সম্মেলন ২০১০’ এর দ্বীতিয় দিনে ‘তসলিমা নাসরিন’ থাকছেন বক্তাদের একজন হয়ে। একই সন্মেলনে পি জে মায়ারস, রিচার্ড ডকিন্স প্রমুখ ও ভাষন দেবেন।
সব টিকেট এর মাঝেই ফুরিয়ে গেছে..
বিস্তারিত: http://www.atheistconvention.org.au/
(Y)
পৃথিবীর প্রত্যেক মানুষের উচিৎ তাঁকে সমর্থন করা। যদি বাঁচতে চাও, ধর্ম ফেলে দাও। বিজ্ঞানীরা ঈশ্বর মানেন না। কারণ তাঁরা সাধারণ মানুষ থেকে জ্ঞানী। ধর্মের সৃষ্টি হয়েছিল মানুষকে বাঁচতে শেখাবার জন্য, এখন হয় মারতে শেখাবার জন্য।
খবরটি জানানোর জন্য আরিফুর রহমানকে ধন্যবাদ।
:guli: :guli: :guli:
প্রথম লেখার জন্য শুভেচ্ছা। :rose2:
খবরটা খুবই আনন্দের। কিন্তু আরও বিস্তারিত লিখলে ভাল হতো।
আরিফুর রহমান,
মুক্তমনায় স্বাগতম। মুক্তমনা ব্লগে লিখতে হলে আরেকটু বড় আকারে পোস্ট দেবেন। অন্যান্য ব্লগ সাইটের মত মুক্তমনা ঠিক ‘নোটিশ বোর্ড’ হিসেবে কাজ করে না। আমরা বিশ্লেষণমূলক লেখা লেখকদের থেকে প্রত্যাশা করি। আপনি এই পোস্টটিকেই একটু বড় করতে পারেন – এথিস্ট কনভেনশন কি, কবে থেকে এ ধরনের কনভেনশন করা হচ্ছে, সমাজে এর প্রভাব কি পড়ছে – এগুলো পয়েন্টে আলোচনা করে। তারপরে আপনার নোটিশের কথা বলে দিতে পারেন।
এ ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করছি।