(ছবিগুলোতে ক্লিক করে বড় করে দেখুন)
মুক্তমনা’র মতো এমন গুরুতর ফোরামে হালকামাত্রার ছবিব্লগ দেয়ার সাহস ইতিপূর্বে কখনো করিনি। গুরুগম্ভীর মননশীল ব্যক্তিবর্গকে রীতিমতো ভয় পাই আমি। তবু ভাবলাম, গাম্ভীর্যের ফাঁক গলিয়ে এতে যদি কিঞ্চিৎ বিশ্রামের সুযোগ মিলে যায়, তাহলে পরবর্তী গাম্ভীর্যটা আরেকটু জুতসই হতে পারে। তাই এমন রসিকতায় নাক কুঁচকে ওঠার আগেই বিনীত ক্ষমা চেয়ে নিচ্ছি।
যারা একান্তই আগের বইমেলা পর্বগুলো দেখতে আগ্রহী তারা এখানে দেখতে পারেন- পর্ব [০১][০২][০৩]
ভণিতা:
এ পর্বটা আমার সেই সব নিন্দুক বন্ধুদের জন্য যারা আড়ালে-আবডালে হাসাহাসি করেন আর বলতে কসুর করেন না যে- এ্যাহ্, দ্যাখো, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি ! তবে তাদের কথা কিন্তু একটুও ফেলনা নয়। তারা সত্যিই বলেন। এতো বিশাল বিশাল কামান-মার্কা অত্যাধুনিক সব ক্যামেরার বিপরীতে দুই-মেগাপিক্সেল নিয়ে এরকম মশকারি দেখলে কার না গা জ্বলবে ! আর বইমেলা তো হচ্ছে সব ধরনের পাগলেরই গারদখানা। সাধারণ পাগলদের সাথে তাদের তফাৎ শুধু একটা জায়গাতেই। এরা হচ্ছেন স্বেচ্ছা-পাগল, সংস্কৃতির পাগল। পাঠক বন্ধুরা, আসুন এ সুযোগে আজ সেই পুরান পাগলদেরকেই একটু দেখে নেই তাহলে।
তবে তার আগে বলে নেই, আজকের এই ছবিগুলো সব ১২ ফেব্রুয়ারি শুক্রবারে তোলা। সম্ভবত এবারের বইমেলায় এদিন পর্যন্ত এই তারিখেই ভিড় হয়েছিলো সবচাইতে বেশি। প্রতি কদমে মল্লযুদ্ধ করে করেই মেলা ঘুরতে হয়েছিলো আগত দর্শনার্থীদেরকে। মোটামুটি একই জায়গা থেকে এক ঘণ্টার তফাতে তোলা নিচের ছবি দুটোর তুলনা করলেই আশা করি আন্দাজ করতে সমস্যা হবে না কারো।
.
.
পুরানা পাগল:
ছবি তোলা হয়েছে অনেকগুলোই। সেগুলো আরেক পর্বে দেখানো যাবে। এবার যারা ছবি তোলার ওস্তাদ লোক অর্থাৎ বিভিন্ন টিভি চ্যানেল ও মিডিয়াগুলোর রসদদাতা, তাদের পেছনেই একটু উঁকি দেই আজ ! আপনাদেরকে শুধু বলতে হবে, এ মুহূর্তে তারা আসলে কী করছেন ?
.
.
.
.
.
.
.
তবে নিচের এই ছবিটা কিন্তু কোন পাবলিক চ্যানেলের নয়। বলতে পারেন পারিবারিক চ্যানেল।
.
দেখলেন তো ! এবার আপনারাই বলুন, আমার দোষ কোথায় !
আরেকটু বইমেলা:
যাবার আগে বিক্ষিপ্ত দুয়েকটা বইমেলা-স্মৃতি। আশা করি এগুলোর জন্যে আর ক্যাপশান খুঁজতে হবে না।
.
.
.
.
.
.
.
.
.
.
এবার একটি বোনাস ছবি:
টিএসসি’র সড়ক-দ্বীপে স্থাপিত রাজু-ভাস্কর্য, তারুণ্যের আন্দোলন-সংগ্রামের প্রতীকী স্থাপনা, কেন তাদের দীপ্ত মুখগুলো এভাবে কালো কাপড়ে ঢেকে রেখেছে ! কিসের প্রতিবাদ এটা জানেন তো ?
.
পরের পর্বে আবারো দুই-মেগাপিক্সেল-আশাবাদ জিইয়ে রাখলাম। ভালো থাকবেন সবাই।
…
আত্মপক্ষ সমর্থন: প্রিয় পাঠক, ছবিতে ক্লিক করে বড় করে দেখার সুযোগ যদি মুক্তমনা কর্তৃপক্ষ না-ই দেয়, তাহলে একটু কষ্ট করে এই এখানে ক্লিক করে মন-খুশি দেখতে পারেন। কেউ বাধা দেবে না আপনাকে।
আজকাল বইমেলার ছবি কোথাও পেলেও দেখতে চাই না, রনদীপমের ছবিগুলিও ইচ্ছে করেই কদিন ভাল করে দেখিনি। বইমেলায় নিয়মিত যাই ৮২ সাল থেকে। এরপর ৯৮ এর পরে আর যাওয়া হয়নি।
মনে হল সবই আগের মতই আছে। সেই ভীড়। ধুলা বালি মনে হয় এখনো শুরু হয়নি। এই মেলাই আমার সবচেয়ে প্রিয় মেলা, তাই থাকবে সারা জীবন।
@আদিল মাহমুদ,
ধুলা-বালির কেনো চান্স নাই। এইবার কতৃপক্ষ ধুলা দুর করতে পানি ঢালসে। ফলাফল জানেন? মেলায় গেলেই মনে হবে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বেশ কয়েক জায়গায় পুরু ভেজা কাদা।
:rose2: :rose2: :yes: :yes:
ছবিতে ক্লিক করে বড় করে দেখার অপশন সংযুক্ত করে দেওয়া হল।
@মুক্তমনা এডমিন,
ছবি বড় করে দেখার অপশন যুক্ত করে দেয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মুক্তমনা এডমিনকে। শিয়ালকে এমন ভাঙা বেড়া দেখানো কি ঠিক ! হা হা হা !
মুক্তমনাকে আমরা যতোটা রসকষহীন কাঠখোট্টা গাম্ভীর্যে মোড়ানো আঁতেল বলে ভাবি, বাস্তবে তা নয় দেখছি ! এক্কেবারে রসে টইটম্বুর ! তবে পিঁপড়ে যেনো আক্রান্ত না করে, সেদিকে অবশ্যই সতর্ক থাকবো সবাই ।
রণদীপম দা, আপনার দুই-মেগাপিক্সেল কিন্তু আসলেই সুপার হিট হয়ে গেল তো। মুক্তমনার এতো আঁতেল মার্কা লেখার ভীরে আপনার এই ছবিমার্কা পোস্টগুলো আসলেই একপ্রস্ত সুবাতাস। আমাদের জন্য এরকম আরো ছবি তুলে তুলে এনে পোস্ট করে দেবেন। আপনিই আমগো ভরসা। বাকিরা হুদাই আকাজ করে! 🙂
@অভিজিৎদা:
ডিপার্টমেন্ট থেকে ৫৪গজ দূরে(গুগল আর্থ দিয়ে মেপে একজন বলল) হওয়ায় প্রায় প্রতিদিন বইমেলা যাই, ভাবছি কিছু ছবি তুলে ফেলব নাকি,
আমার ক্যামেরা তিন-মেগাপিক্সেল, 😀
@রামগড়ুড়ের ছানা,
অবশ্যই। তুলে ফেলেন আমাদের জন্য বেশ কিছু ছবি।
রণদীপম দা, আপনি যেভাবে লিখলেন, তাতে তো মনে হচ্ছে সবাই এই প্রশ্নটার উত্তর জানে! কি মুশকিল! আমি তো জানি না, কেন ঢাকা এদের মুখগুলো?
@বন্যা আহমেদ,
বন্যাপা, দুটো কারণ-
১৯৮৩ সালে স্বৈরাচার-বিরোধী আন্দোলনের শহীদ জাফর, জয়নাল, আইয়ূব, কাঞ্চন, দীপালি’র শোকার্ত স্মৃতির প্রতি শ্রদ্ধা।
আর দ্বিতীয়টা সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের পৈশাচিক বর্বরতার বিরূদ্ধে শোকার্ত প্রতিবাদ।
কিন্তু আমি যে মুক্তমনার জন্য একটা ধারাবাহিক প্রেমের উপন্যাস লিখছি!!! রণদীপম, এখন আমার কী হবে?? 😥
@স্নিগ্ধা,
লিখা ফেলাও। সাথে বাংলা সিনেমার একটা গানও জুড়ে দিতে পারো – প্রেমের নাম বেদনা (বদনা না) …মার্কা
আমি এখন ভাগি, কে জানে এবারে কপালে কি আছে! 😀
@স্নিগ্ধা,
অত্যন্ত ভালো খবর ! আপনার নিক দেখলেই তো আমার বুক কাঁপা শুরু হয়ে যায় ! ভয়ঙ্কর-পরিচিতিটা এইবার যদি একটু তরল হয় !