12022010_ekusheboimela2010_photo5_ranadipam_basu

(ছবিগুলোতে ক্লিক করে বড় করে দেখুন)
মুক্তমনা’র মতো এমন গুরুতর ফোরামে হালকামাত্রার ছবিব্লগ দেয়ার সাহস ইতিপূর্বে কখনো করিনি। গুরুগম্ভীর মননশীল ব্যক্তিবর্গকে রীতিমতো ভয় পাই আমি। তবু ভাবলাম, গাম্ভীর্যের ফাঁক গলিয়ে এতে যদি কিঞ্চিৎ বিশ্রামের সুযোগ মিলে যায়, তাহলে পরবর্তী গাম্ভীর্যটা আরেকটু জুতসই হতে পারে। তাই এমন রসিকতায় নাক কুঁচকে ওঠার আগেই বিনীত ক্ষমা চেয়ে নিচ্ছি।

যারা একান্তই আগের বইমেলা পর্বগুলো দেখতে আগ্রহী তারা এখানে দেখতে পারেন- পর্ব [০১][০২][০৩]

ভণিতা:
এ পর্বটা আমার সেই সব নিন্দুক বন্ধুদের জন্য যারা আড়ালে-আবডালে হাসাহাসি করেন আর বলতে কসুর করেন না যে- এ্যাহ্, দ্যাখো, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি ! তবে তাদের কথা কিন্তু একটুও ফেলনা নয়। তারা সত্যিই বলেন। এতো বিশাল বিশাল কামান-মার্কা অত্যাধুনিক সব ক্যামেরার বিপরীতে দুই-মেগাপিক্সেল নিয়ে এরকম মশকারি দেখলে কার না গা জ্বলবে ! আর বইমেলা তো হচ্ছে সব ধরনের পাগলেরই গারদখানা। সাধারণ পাগলদের সাথে তাদের তফাৎ শুধু একটা জায়গাতেই। এরা হচ্ছেন স্বেচ্ছা-পাগল, সংস্কৃতির পাগল। পাঠক বন্ধুরা, আসুন এ সুযোগে আজ সেই পুরান পাগলদেরকেই একটু দেখে নেই তাহলে।

তবে তার আগে বলে নেই, আজকের এই ছবিগুলো সব ১২ ফেব্রুয়ারি শুক্রবারে তোলা। সম্ভবত এবারের বইমেলায় এদিন পর্যন্ত এই তারিখেই ভিড় হয়েছিলো সবচাইতে বেশি। প্রতি কদমে মল্লযুদ্ধ করে করেই মেলা ঘুরতে হয়েছিলো আগত দর্শনার্থীদেরকে। মোটামুটি একই জায়গা থেকে এক ঘণ্টার তফাতে তোলা নিচের ছবি দুটোর তুলনা করলেই আশা করি আন্দাজ করতে সমস্যা হবে না কারো।
.
12022010_ekusheboimela2010_photo1_ranadipam_basu
.
12022010_ekusheboimela2010_photo2_ranadipam_basu

পুরানা পাগল:
ছবি তোলা হয়েছে অনেকগুলোই। সেগুলো আরেক পর্বে দেখানো যাবে। এবার যারা ছবি তোলার ওস্তাদ লোক অর্থাৎ বিভিন্ন টিভি চ্যানেল ও মিডিয়াগুলোর রসদদাতা, তাদের পেছনেই একটু উঁকি দেই আজ ! আপনাদেরকে শুধু বলতে হবে, এ মুহূর্তে তারা আসলে কী করছেন ?
.
12022010_ekusheboimela2010_photo23_ranadipam_basu
.
12022010_ekusheboimela2010_photo26_ranadipam_basu
.
12022010_ekusheboimela2010_photo27_ranadipam_basu
.
12022010_ekusheboimela2010_photo29_ranadipam_basu1
.
12022010_ekusheboimela2010_photo33_ranadipam_basu
.
12022010_ekusheboimela2010_photo34_ranadipam_basu
.
তবে নিচের এই ছবিটা কিন্তু কোন পাবলিক চ্যানেলের নয়। বলতে পারেন পারিবারিক চ্যানেল।
.
12022010_ekusheboimela2010_photo30_ranadipam_basu

দেখলেন তো ! এবার আপনারাই বলুন, আমার দোষ কোথায় !

আরেকটু বইমেলা:
যাবার আগে বিক্ষিপ্ত দুয়েকটা বইমেলা-স্মৃতি। আশা করি এগুলোর জন্যে আর ক্যাপশান খুঁজতে হবে না।
.
12022010_ekusheboimela2010_photo22_ranadipam_basu
.
12022010_ekusheboimela2010_photo4_ranadipam_basu
.
12022010_ekusheboimela2010_photo3_ranadipam_basu
.
12022010_ekusheboimela2010_photo7_ranadipam_basu
.
12022010_ekusheboimela2010_photo11_ranadipam_basu
.
12022010_ekusheboimela2010_photo12_ranadipam_basu
.
12022010_ekusheboimela2010_photo10_ranadipam_basu
.
12022010_ekusheboimela2010_photo15_ranadipam_basu
.
12022010_ekusheboimela2010_photo13_ranadipam_basu
.
এবার একটি বোনাস ছবি:
টিএসসি’র সড়ক-দ্বীপে স্থাপিত রাজু-ভাস্কর্য, তারুণ্যের আন্দোলন-সংগ্রামের প্রতীকী স্থাপনা, কেন তাদের দীপ্ত মুখগুলো এভাবে কালো কাপড়ে ঢেকে রেখেছে ! কিসের প্রতিবাদ এটা জানেন তো ?
.
12022010_raju_sculpture_tsc_photo1_ranadipam_basu
পরের পর্বে আবারো দুই-মেগাপিক্সেল-আশাবাদ জিইয়ে রাখলাম। ভালো থাকবেন সবাই।

আত্মপক্ষ সমর্থন: প্রিয় পাঠক, ছবিতে ক্লিক করে বড় করে দেখার সুযোগ যদি মুক্তমনা কর্তৃপক্ষ না-ই দেয়, তাহলে একটু কষ্ট করে এই এখানে ক্লিক করে মন-খুশি দেখতে পারেন। কেউ বাধা দেবে না আপনাকে।