যখন কয়েক প্রস্থ পুরু কম্বলের নীচে
আমি শীতকে উপেক্ষা করি, তীব্র শীতের রাতে
যখন পারিবারিক আনন্দমুখর পরিবেশে লোকমার পর লোকমা
চালান করে দিই উদর অঞ্চলে , নির্বিকার চিন্তাহীনতায়
সত্যি বলছি,
তখন নিজেকে মানুষ দাবি করতে সংকোচ হয় আমার
যখন শিক্ষা সংস্কৃতির নামে
অপব্যায়ের চরম পরাকাষ্ঠা দেখাই
যখন আধুনিকতার নামে অশ্লীলতার প্রতিযোগীতা চালাই
সমস্ত মানবতাকে উপেক্ষা করে, অত্যন্ত আনন্দের সহিত
দিব্যি কেটে বলছি,
তখন নিজেকে মানুষ দাবী করতে সংকোচ হয় আমার
যখন একই বৈশিষ্ঠসম্পন্ন আরেকটি প্রানী
আমারই কাছে হাত পাতে অত্যন্ত দ্বিধান্বিত ভাবে, তীব্র আকুতি নিয়ে
যখন মানব সেবার নামে আমি আবিষ্কার করি
মানব পীড়নের অত্যন্ত আধুনিক প্রযুক্তি, দানবিক উল্লাসে
বিশ্বাস কর, সত্যি বলছি
তখন নিজেকে মানুষ দাবী করতে সংকোচ হয় আমার
তবে জান কি, মাঝে মধ্যে খুব গর্বও হয়
যখন ভাবি, অমানবিক এই বেহায়াপনা
নির্বিকারত্বের এই অশ্লীল প্রদর্শনী
মনুষত্বহীনতার এই নির্লজ্য উদাহরন তো শুধু আমিই দেখাতে পারি
কারন সকল সৃষ্টির সেরা তো এই আমিই।
তানভী,
আমি একবার দূর্ভাগ্যবসত এক ইফতার পার্টিতে গু-আজমের সামনে পরে গিয়েছিলাম।সরাসরি তাকে দেখে প্রচন্ড ঘৃণায় স্নায়ু চাপ সহ্য করতে না পেরে ইফতার না করেই ফিরে এসেছিলাম।উল্লেখ্য তখন আমি ধার্মিকই ছিলাম। আজ আপনার দেয়া ফিরোজ রাজাকারের সাইটে ঢুকে মনে হল আমার সামনে একজন রাজাকার আমাদেরকে হত্যার গল্প বলতেছে। এবং তিব্র ঘৃণায় বেশীক্ষন সেখানে থাকতে পারিনি।এ ঘৃণা চাইলেই দুর করা যায়না।
গু-আজম?????
:hahahee: :hahahee: :hahahee: :hahahee: :hahahee: :hahahee:
@হেলাল,
সাবধান এই ঘৃনা কখনোই দূর করতে যাবেন না। একজন সচেতন বাঙ্গালী হওয়ার জন্য এই ঘৃনা থাকা একান্ত অত্যাবশ্যকীয়।
ও কবিতাটার কথা আবার ভূলে গেলাম।
ভাইরে, আমরা শুধু সেরাই না, আমরাই নিকৃষ্টতম জীবও বটে। যারা গ্রেনেড থেকে শুরু কইরা হাইড্রোজেন বোম পর্যন্ত বানিয়েছি, শুধু মাত্র স্বজাতিকে মারার জন্যই!!!
কবিতাটা মন ছুয়ে যাওয়া
@তানভী,
অনেক ধন্যবাদ তানভীকে মন্তব্যের জন্য।
মুক্তমনার সবাইকে বলছি। আজ সকালে আমি মেইল চেক করতে গিয়ে দেখি, কোথাকার কোন “ফিরোজ মাহাবুব কামালের” কাছ থেকে আমার কাছে একাত্তরের চেতনা নিয়ে কি একটা মেইল এসেছে। আমি ভাবলাম ভালো কিছুই হবে, হয়তো আমি কিছু সূত্রই পাব। কিন্তু মেইল খুলে পড়ে দেখি কিসের কি? সে পাকিস্তানের দালাল!!
মুজিব ভারতের এজেন্ট………হাউকাউ………মুজিব ইসলাম খায়া ফেলসে…………
এইসব হাবিজাবি লিখে পুরায়ে রেখেছে!! সে আবার আগ বাড়ায়ে তার ঐ বিশাল লেখার পি ডি এফ ভার্সন আর তার নিজের সাইটের ঠিকানাও দিয়ে দিয়েছে। যায়া দেখি, ছাগুর বাপ রামছাগু!
কিন্তু কথা হইলো এই লোক এইভাবে জনে জনে মেইল এড্রেস ধরে মেইল করছে ক্যান? আমার মত আবালরেই পাইলো কোত্থেকে? আর কত জনেরে পাঠাইছে?
তার সাইট হল এখানে
এই লোক কে? যে আবালদের খুজে খুজে টার্গেট করছে? আমার থেকে বড় আবালদের কাছে পড়লে তো ওগুলারে নিয়া ভেজাল হবে!
আর মুক্তমনার মডুদের বিবেকের কাছে প্রশ্ন- মুক্তমনা এত কষা কেন?!!?
অন্য ব্লগগুলো নেট যত স্লোই থাকুকনা কেন খুলতে কিছুক্ষন দেরী হলেও পুরো পাতাই একবারে খোলে। কিন্তু মুক্তমনা যখন নেট স্পিড ভালো থাকে তখনো একবারে পুরা পেইজ খোলে না। ১০/১২ বার রিফ্রেশ দেবার পর তারপর কোনরকমে খোলে।
আমার দাবি, মুক্তমনাকে বুটের ডাইলের চটপটি খাওয়ানো হউক!!! তাইলে যদি ছুটে !!
@তানভী,
সাইটটায় ঢোকার পর কম্পিউটার নোংরা, অপবিত্র হয়ে গেছে, এক বোতল ডেটল আর ccleaner লাগবে পরিস্কার করতে ।
@রামগড়ুড়ের ছানা,
পুরাপুরি একমত।অনেক দিন আগে প্রথম বার যখন এই সাইটে ঢুকি তখন আমারও তোমার মতই অনুভুতি হয়েছিল।
আপনার কবিতায় আমার মনের কথা আবারো উঠে এসেছে, মনের এরূপ মিল দেখে আমি খুবই আপ্লুত। :rose2: :rose2: :rose2: :rose2:
@মুহাইমীন,
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকবেন।
শুভ কামনা রইল।
সত্যি অসাধারণ। সাইফুল ভাই আপনি খুব ভালো লিখেন, আপনার কবিতায় চিন্তার খোরাক পাওয়া যায়
@রামগড়ুড়ের ছানা,
রামগড়ুড়ের ছানা আলু মাইরোনারে ভাই 😀 । ( সাইডে বলি,কবিতার প্রশংসা শুনতে ভালই লাগে আমার।)