কবি হতে পারলাম না বলে আফসোস আমার রয়েই গেল
জীবনের বারোমাস হাসি কান্না আর দীর্ঘশ্বাস -এই নিয়েই কেটে গেল অনেক বছর
তবে লিখি কবিতা না জীবন লিখি
লেখে সে আমাকে
অবশ্য কবিতা লিখি না বলে ভালই হয়েছে
না হলে এই পাথর সময়ে কবিতা কে দিতে হত ছুটি (সুকান্ত )
আর কবিকেই ঘোষণা করতে হতো নিজের মৃত্যুদন্ড(মায়াকভ্সকি )
বড় বাঁচা বেঁচে গেছি নইলে পাহাঁড়ের কান্নাকে ঝর্ণা বলার দায় ঘাড়ে নিতে হতো ।
তবে আমি নিশ্চিত দৈবক্রমে যদি আমার উপর কবি’র ভুত চাপে তবে আমি লিখব মাত্র একটি লাইন-
“বের হ তুই শুয়োর” ।
নিবেদিতা,
কাজেই
দেখব এখন করে কী সরকার?
হালায় মানুষ না, একটা আস্ত রাজাকার।
@বকলম, :yes:
@বকলম,
বাক্যটি একটু বদলায়ে কিছু যোগ করলাম-
হালায় মানুষ না / আস্ত একটা রাজাকার
পাছায় লাথি মুখে থুথু / ছোঁড়ে মারো হাজারবার
এক লাইনের আধুনিক কবিতা
‘এই রাজারাই সেই রাজাকার ‘
@গীতাদি,
এরা সেই মানুষখেকো,কদাকার,
ফাঁসি হোক কোটি কোটি বার।
(কেমন ? :-/ )
খবরটা মনে হয় সরিয়ে ফেলা হয়েছে। দেখাচ্ছে না।
@তানভী,
ও খবর সব পত্রিকাতেই বেরিয়েছে। প্রথম আলোতে সমালোচনামূলক রিপোর্ট দেখেছিলাম।
নুতন কিছু তো বলেনি, যখন দেশের বড় একটা অংশের মানুষের সরাসরি হয়ত সমর্থন না থাকলেও অন্তত শুনতে আপত্তি নেই। যস্মিন দেশে যদাচার আর কি। শুনে রাগ হচ্ছেন? জাফর ইকবাল সাহেব এবং আরো অনেকের মত বলে উঠবেন হতেই পারে না; দেশের অন্তত ৯০ ভাগ লোকে তাদের বিচার চায়?
দেশের বড় একটা অংশের মানুষের প্রতিনিধিত্ত্ব করে যে বিএনপি তারা কি দলীয়ভাবে এ জাতীয় কথাবার্তার প্রতিবাদ করবে? বা করেছে? একটি উদাহরনঃ
২০০৪ সালে মনে হয় তখনো জোট সরকার ক্ষমতায়, বুদ্ধিজীবি হত্যাদিবসে জামাতে ইসলামী আলোচনা সভা বসিয়েছিল। সেখানে জামাতের রাজাকারেরা বুদ্বিজীবি হত্যার জন্য সরাসরি “আওয়ামী গুন্ডা” দের দায়ী করে। তাদের মতে এই “গুন্ডা” রাই বুদ্দ্বিজীবিদের ধরে ধরে হত্যা করেছিল। সেদিনের সেই সভা আলোকিত করে বসেছিলেন দেশের একটা বড় অংশ গণমানূষের প্রতিনিধিত্ত্বকারী বিএনপির কিছু শীর্ষ নেতা। তারা সেদিন হাসিমুখে এই বক্তব্য শুনছিলেন। প্রতিবাদ করেননি। বোধকরি মনে মনে এমন জেহাদী বক্তব্যের প্রসংশাই করেছিলেন।
গোলাম আজমরা স্বাধীনতার ঘোষক শুনতে আর কয়দিন বাকি বলে মনে হয়?
এত ছোট লাইনে তো আমার পোষায় না!! আমি ঐ ছোট খাট নাদুস নুদুস প্রাণীটার সাথে পৃথিবীর নিকৃষ্টতম পদার্থের তুলনা করে ঐ সরল(!!) প্রাণীটাকে ছোট করব না।
আমারটা আরো ছোট!!
:guli: “তুই রাজাকার”!! বাঙ্গালি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কবিতা!!