তোকে ছুঁতে চেয়ে
মণিকা রশিদ
তোকে ছুঁতে গিয়ে আমি
আগুন ছুঁইয়েছি!
বাগানে আগাছা গাছ
তার ও ফুল বারোমাস
উদাস গন্ধরাজ-
তাকেও ছুঁয়েছি!
তোকে ছুঁতে গিয়ে আমি
শিশির ছুঁয়েছি–
বন্যগন্ধ কচুপাতা
টলোমলো অস্থিরতা
নতুন ব্যাঙ্গাচি সব
তাকেও ছুঁয়েছি।
তোকে ছুঁতে গিয়ে আমি
কস্ট ছুঁয়েছি–
গোধূলি হারিয়ে ্যাওয়া
রাত্রির ভোর হওয়া-
কাতর শুক্লতারা
তাকেও ছুঁয়েছি।
তোকে ছুঁতে গিয়ে আমি
মানুষ ছূঁয়েছি–
মৃত্যুর জটিলতা
জীবনের অর্থকথা
হাসির মহিমাটুকু
তাকেও ছুঁয়েছি।
তোকে ছুঁতে গিয়ে আমি
শরীর ছুঁয়েছি–
শরীর দিয়েছে কিছু
শরীর নিয়েছে কিছু
গল্পুক বালিশ কাঁথা
তাকেও ছুঁয়েছি।
তোকে ছুঁতে গিয়ে আমি আগুন ছুঁয়েছি!
পারিনি ছুঁতেই তোরে—
পুড়েছি নিজের জ্বরে
অসুখ পাশেই ছিল
নিবিড় নিয়েছি!
চমৎকার ।তিনটি মন্তব্যসহ কবিতাটি । আমাকেও সৈয়দ শামসুল হক থেকে ধার নিয়ে বলতে ইচ্ছে হলো —–
ধন্যবাদ, তানবীরা। :-))
ছুঁতে চেয়ে নিজের অন্তর
পুড়েছি নিরন্তর
তবু শেষ হবে না এই চাওয়া
কেশব,
অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য আর অমন সুন্দর করে মন্তব্য পাঠানোর জন্য।
আপনি নিজেও অনেক ভাল লেখেন।
অনেক ভাল থাকবেন।
মণিকা
মন্ট্রিয়ল, কানাডা।
অভিনন্দন!
ভাবের কল্পলোকে
মেলেদিয়ে মহত্বের ডানা,
কি জানি কি ধরিতে চাহ
শিহরিয়া অন্তর খানা।
ঐ যে দেখিতেছ দূরে –
কপোতেরা খেলিতেছে উড়ে!
তাদের-ই ঐক্যতানে মিলি
ছুঁয়েছি সকল-ই।
হইনি আমি কবি
তোমারি মতো করে,
অমন ছন্দে স্বরের
অকিঞ্চিৎ কবিত্বের বরে।
তবু এই দূর হতে-
ছুঁয়েছো হৃদয় ও’রে,
সুন্দর সবকিছু (তাই)
পাঠায়ে দিলাম তব করে।