ইসলামে নারীদের অবিস্মরনীয় ভুমিকা

নুরুজ্জামান মানিক

না , ইসলাম নারীদের কতটুকু অধিকার দিয়েছে বা দেয়নি এবং নারীবাদি অবস্থান থেকে তার বিচার করতে এই লেখা নয় এমনকি আমাদের হুজুরদের মত নারীদের পর্দা পুষিদা আর হায়েজ নেফাস কালীন পরিচ্ছন্নতা বিষয়ক মাসআলা বয়ানও বক্ষমান রচনার লক্ষ নয় বরং খোদ ইসলামে ( র‌্যাডিকেল হিউম্যানিষ্ট এম এন রায় যার প্রসার কে বলেছেন এক ঐন্দ্রজালিক কান্ড ) নারীদের ভুমিকার দিকে নজর ফেরাতে চাই বলতে চাই সেই সব মহীয়ষীদের কথা ইসলামে যাদের ভুমিকা অবিস্মরনীয় কিন্তু যাদের কথা আজ আর কেউ মনে করে না

আমরা অনেকেই জানি , প্রথম ইসলাম গ্রহন কারী একজন নারী উম্মুল মুমেনিন বিবি খাদেজা (রাঃ) কিন্তু আমরা সবাই কি এও জানি যে , ইসলামের জন্য নিজের জীবন উত্ সর্গ করে প্রথম শহীদানও হয়েছিলেন একজন নারী যার নাম হযরত সুমাইয়া (রাঃ ) ?

ইসলামের বীরযোদ্ধা হিসেবে আমরা শেরে খোদা হযরত আলী (রাঃ) , হযরত আমির হামযা (রাঃ ) হযরত উমর (রাঃ) প্রমুখের নাম প্রায়শঃ স্মরণ করি কিন্তু ভুলেই কি বীর যোদ্ধা উম্মে আম্মারাহ (রা এর নাম নেই যিনি ওহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলায়হি ওইয়া সাল্লাম এর জীবন রক্ষায় তার চতুর্দিকে প্রতিরক্ষা ব্যুহ তৈরী করেছিলেন এবং যাকে নবীজি উপাধী দিয়েছিলেন খাতুনে ওহুদ বলে নারী বলেই কি চেপে রাখতে হবে ?
এই দুই মহিয়ষী মহিলা সাহাবীর জীবনী নিয়ে এই অধমেরই দুটা লেখার লিন্ক দিলাম এখানে –
1.
ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া (রাঃ), ডিসেম্বর ১০, ২০০৪,দৈনিক ইত্তেফাক View this link
2.
খাতুনে ওহোদ হযরত উম্মে আম্মারাহ (রাঃ),আগস্ট ১৯, ২০০৫,দৈনিক ইত্তেফাক  View this link

নবীজির মেরাজের ঘটনাও আমরা প্রথম জানতে পারি , একজন নারীরই মাধ্যমে নাম তার উম্মে হানী( রাঃ)

তালিকা আরো দীর্ঘ করা যায় এবং তাতে জ্ঞান হয়ত বাড়বে কিন্তু আমাদের মানসিকতার কি পরিবর্তন হবে ???????