ইনশাল্লা
শুনলাম, এক পরিবারে বড় ছেলের নাম আওজুবিল্লা, মেজো ছেলের বিসমিল্লা আর ছোট ছেলের নাম সোবহানাল্লা। মনে মনে বললাম, আলহামদুলিল্লা। সাথে একটা দোয়াও পড়ে ফেললাম যেন খোদাতালা এই পরিবারের ছেলেগুলিকে কখনো আমেরিকার ইমিগ্রেশন কাউণ্টারে না পাঠান। তৌবা, কি বলে ফেললাম। খোদা ! খোদার নাম যে পাকাপাকিভাবে আল্লা হয়ে গেছে সেটা বারবার ভুলে যাই। পরিবারটির নিবাস কোথায় তা হয়ত বুঝতে অসুবিধে হচ্ছে পাঠকের। ক্যানাডার এই নাসারা শহরেরই কোন এক পল্লীতে। শহরটার নাম অবশ্য নাসারা নয়, এর আদি বাসিন্দাগণই কেবল। পল্লীটি বাঙালিমহলে বাংলাদেশী পাড়া বলে আখ্যাপ্রাপ্ত হয়েছে। এখানে বাংলাদেশী মাছ থেকে শুরু করে শীলপাটা, পানসুপুরি, লোটাবদনা, আলোয়ানতবন, বোরখা কামিজ আর আমিত্তি সিঙারা সবই পাবেন। বাংলাদেশে যারা ভাল মাছ খেতে পান না তাদের অনেকেই আজকাল বছরে বছরে একবার দু’বার ক্যানাডাবাসী ছেলেমেয়ের কাছে চলে আসেন বড় বড় পেটিওয়ালা দেশী মাছ খাওয়ার জন্যে। … ( এরপর পড়ুন এখানে )
ড. মীজান রহমান, কানাডার অটোয়ায় বসবাসরত গণিতের অধ্যাপক। পঞ্চাশের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন বেশ ক’বছর। বিশ্লেষনধর্মী প্রবন্ধকার হিসেবেও সুপরিচিত। প্রকাশিত গ্রন্থ সাতটি, সর্বশেষ প্রকাশিত গ্রন্থ ‘দুর্যোগের পূর্বাভাস’ (২০০৭)।
ভালো । মিজান স্যার আ রো লেখা চাই। ধন্যবাদ।
Everyone has right to do things, to behave according to one’s own ideology without doing any materialistic harm of others. Criticism against any group of people should be only when they commit any crime in the society.
মীজান সাহেবের অবগতির জন্য লিখতে বসলাম। বছর দুই আগের ঘটনা। এক সান্ধ্য
রবীন্দ্র-নজরুল গানের আসর। আয়োজক এলাকার ডাকসাইটে আওয়ামী লিগ নেতারা। সবাই
খুবই পরিচিত খুবই ভালমানুষ। আসরে হাজির হয়ে অবাক বিস্ময়ে দেখলাম সেখানে কোরান
তেলোয়াত চলছে বেশ ভাবগম্ভির পরিবেশে। এক নজরে মৌলভি সাহেবকে চিনলাম। এলাকায়
আতরের রমরমা ব্যবসা। থতমথ খেয়ে আকাশ পাতাল ভাবছি। হঠাত মনে পড়ল কিছুদিন
আগে শেখ হাসিনার খেলাফত মজলিশের সাথে চুক্তি স্বাক্ষরের ঘটনা। সবকিছু জলবত তরলম
হয়ে গেল আমার মনে। এইত বছর খানেক আগের ঘটনা। দেশ থেকে আসা সপ্রতিভ,
শিক্ষিত শাড়ি পরিহিত তরুনী বধু। মাস ছয়েক বাদে দেখি অংগে কামিজ হিজাব। আর আজ
একেবারে কালো বোরখা। কানাঘুষা শুনলাম দাওয়া পারটিতে যোগ দান করেছেন।
যেদিকে তাকাই দেখি শুধু দাড়ি আর টুপি। কোথায় যান? কোথা থেকে আসেন? উত্তর
একটাই। নামাজ নয় মসজিদ থেকে। যখন কথা বলে তখন মুখ দিয়ে শুধু ইনশাআল্লা,
মাশাআল্লা, ছুভান আল্লা শব্দ গুলো গলিত লাভাস্রোতের মত বেরুতে থাকে। চারিদিকে শুধু
কোনটা হালাল আর কোনটা হারাম তার চুলচেরা বিতর্ক। মরে গেলেও অমুসলমান হারাম
রেস্টুরেনটে খাওয়া দাওয়া করতে যাবেনা। মনে হয় সবাই দুরন্ত বেগে ছুটছে মক্কা মদিনার দিকে। কে কার আগে পৌছে যেতে পারে। জিজ্ঞাসা করুন পরিচয় মানুষ না মুসলমান।
সম্মিলিত কন্ঠে একটাই উত্তর পাবেন “মুসলমান”।
লেখাটি ঠিকমত সাজিয়ে আবার পাঠালাম। ছাপিলে বাধিত হব।
Chanokya,
Nicely written. The problem arises when the book Quran is followed word by word.
Islamists have to adapt to modernity.
Peace be upon all the people all over the world.
@Truthseeker,
I beleive, Quran is worst. It is not acceptable to follow it or adaption to modernization. I really think, we have no need to set it az a reference. We should give away it and have to take a scientific method, applying at the whole activities of our life. and there is no absolute holy books, but any scientific book is follown by us.
@ARIF, Thanks.
Read my (Truthseeker) comments in the following link. Thanks.
http://mukto-mona.com/wordpress/?p=88#comments
Hamas terrorists kill innocent Palestinian in Gaza. See the video.
http://www.youtube.com/watch?v=I1M4eH9Kk7I
http://blog.mukto-mona.com/?p=417#comments
মীজান সাহেবের অবগতির জন্য লিখতে বসলাম। বছর দুই আগের ঘটনা। এক সান্ধ্য
রবীন্দ্র-নজরুল গানের আসর। আয়োজক এলাকার ডাকসাইটে আওয়ামী লিগ নেতারা। সবাই
খুবই পরিচিত খুবই ভালমানুষ। আসরে হাজির হয়ে অবাক বিস্ময়ে দেখলাম সেখানে কোরান
তেলোয়াত চলছে বেশ ভাবগম্ভির পরিবেশে। এক নজরে মৌলভি সাহেবকে চিনলাম। এলাকায়
আতরের রমরমা ব্যবসা। থতমথ খেয়ে আকাশ পাতাল ভাবছি। হঠাত মনে পড়ল কিছুদিন
আগে শেখ হাসিনার খেলাফত মজলিশের সাথে চুক্তি স্বাক্ষরের ঘটনা। সবকিছু জলবত তরলম
হয়ে গেল আমার মনে। এইত বছর খানেক আগের ঘটনা। দেশ থেকে আসা সপ্রতিভ,
শিক্ষিত শাড়ি পরিহিত তরুনী বধু। মাস ছয়েক বাদে দেখি অংগে কামিজ হিজাব। আর আজ
একেবারে কালো বোরখা। কানাঘুষা শুনলাম দাওয়া পারটিতে যোগ দান করেছেন।
যেদিকে তাকাই দেখি শুধু দাড়ি আর টুপি। কোথায় যান? কোথা থেকে আসেন? উত্তর
একটাই। নামাজ নয় মসজিদ থেকে। যখন কথা বলে তখন মুখ দিয়ে শুধু ইনশাআল্লা,
মাশাআল্লা, ছুভান আল্লা শব্দ গুলো গলিত লাভাস্রোতের মত বেরুতে থাকে। চারিদিকে শুধু
কোনটা হালাল আর কোনটা হারাম তার চুলচেরা বিতর্ক। মরে গেলেও অমুসলমান হারাম
রেস্টুরেনটে খাওয়া দাওয়া করতে যাবেনা। মনে হয় সবাই দুরন্ত বেগে ছুটছে মক্কা মদিনার দিকে। কে কার আগে পৌছে যেতে পারে। জিজ্ঞাসা করুন পরিচয় মানুষ না মুসলমান।
সম্মিলিত কন্ঠে একটাই উত্তর পাবেন “মুসলমান”।
দুরন্ত বেগে ছুটছে মক্কা মদিনার দিকে। কে কার আগে পৌছে যেতে পারে।
এ ব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই যে, আমাদের দেশের মানুষজন যতটা না ধর্মপরায়ন; তার চাইতে ও বেশী ধর্মভীরু। তবে,যতটা খারাপভাবে চিত্রিত করলেন, ততটা বোধহয় নয়।
আর আজানের ধ্বনি শুনতে শুনতে বিরক্ত, অথচ উলুধ্বনি না শুনলে মনে ব্যাথা পান- ব্যাপারটা আরেকটু ব্যাখ্যার অবকাশ রাখে।
সবশেষে, এ কথা খুবই সত্যি যে, বিগত কয়েক শতাব্দী ধরে মুসলমানদের ঈমানটুকু ছাড়া বাকী সবই গায়েব। এই শতাব্দীতে এসে সেটা ও যাবার রাস্তা ধরেছে।
ধন্যবাদ।
Well, I’ve seen better articles than yours with basically the same material. As you may have already deduced by now, I’m a theist. But I still agree with you about our close-mindedness. Publishers should print your material and there’s practically no harm in it. There are three reasons:-
i) The bigots will never change. So your book won’t do any harm.
ii) People like me who CAN doubt, actually gets to strengthen their faith.
iii) People who do buy your claims aren’t the owners of a stable mind. Their faith can be brought back as per our wishes.
Unlike an orthodox Muslim, I do not go to mosque to keep my faith alive, nor do I read books written by mad mullahs. I always read anti-Islam books and thanks to Allah, my faith has never been strong enough. You might want to read “In God We Doubt” by John Humphyrs to see constructive criticism.
I am itching to argue with you about what you’ve written in your book but unfortunately for me, I’m the minority here. Berating the opposition is a primitive instinct of man and this is even more dangerous in “free thinkers” because they ARE the smart ones. I’m a bit more allergic to tirades than an average man.
If there is no after-life in the end, then everybody will be the winner(including you, me and Adolf Hitler). But if there *is* an after-life, then I’ll remember to credit you and try to save you from “consequences”. So, thanks again!
Mr. Nil,
It is not your fault. You people have become
blind. Because you are the victim of this “RELIGION”. This religion makes people
blind. It creates a mental blockade. People can
not practice free thinking when they are under
the influence of islam and following the so called holy book “Quran” word by word. Muslims have
to adapt with modernity, think logically, and be humane. Muslims have a false ego in claiming
that their religion is the number one, and the
best. Divine God does not have any special preference for muslims. God has also created
non-muslims, and various other creatures, animals, and plants. Many of the things which are written in Quran does not make much sense today, some of the things are very mean. Moderate liberal reformist minded muslims (practising or non-practising muslims) have to come out publicly and help the people of islamic countries to come out of this hell-hole. If Mr.Nil and other people can not do anything about it now, then your future generation will suffer a lot. Already they are living in dark age. They even do not realise it. Muslims are like a frog in the well. Its for the interest of your family. All the fifteen crore people of Bangladesh will not be able to go to Canada, USA, Australia, New Zealand for survival. Instead of living in the west at the mercy of western people (“KAFIRS” as devout muslims love to call them), its better to live decently in your own country. Forgive me for my harsh words. But I am just telling the truth. Good luck. Peace be upon all the people all over the world. God loves everyone.
Mizan,
Thaks for this masterpiece! Let’s open our eyes! What’s happening around my bangladesh, to my people? I wonder how come all my people become blind? Is that our fault or something else?
Dear All,
Thank you so much for mailing your comments on my article, which I wrote a few months before but found no publisher bold enough to get it out in print. This alone is a telling sign of the dangerous time we are living in where human’s natural craving for freedom is being severely challenged by the evil forces of modern man with a prinmtive mind nurtured by an equally primitive creed. Fear has become the most lethal weapon of enfocing a world-wide censorship that is Orwellian at best, and plain barbarian at worst. But how do we react to this? I think the only way is to band together, stand up to the monster, and put up a deermined and united resistance. What we must try to prevent is for the mollahs to get anywhere near our children. We must reach them before they. We can’t save our own generation, but let us try to save the next, for the sake of the human race.
Regards to you all, Mizan.
ডঃ মিজান রহমান একটা ইছলাম পছন্দ পরিবারের কথা হুইনা দিল্টা কুলফির লাহান ঠান্ডা হইচে। আপনে জাইনা বহুত খোশ হইবেন বাংলাদেশে অহন চলতাছে ইছলাম প্রচারে তুমুল কারবার। এ টি এন, চ্যানেল আই, ওয়ান, ইছলামিক, দিগন্ত, ইত্যাদি টিভিতে চলতাছে অন্তহীন ইছলাম প্রচার। ইছলামি জজবায় দেশ ভইরা গ্যাছে। ঘুম থাইকা বিছানা ছাড়া তক রাতে ঘুমাইতে যাওন-তক আপনার যে হক্কল কায়দা কানুন জানা দরকার বেবাক আমাগো ওহাবি মুরব্বি, খতিব, আল্লামারা কোন কছুর না কইরা বিনা হাদিয়ায় জানায়া দিয়া বে-গাইরিল হিছাবে নেকী কামাইতাছে।
আপনেরা/প্রবাছীরা বহুত আগে বারছেন। হুইনা আমাগো দিল খোছ। হুনছি নাসারঙ্গো দ্যাছে থাকলে ইমান হক্ত, পোক্ত আর মজবুত হয়। যত বাঁধা আইব তত অর্জন। বেছতি নেকী কামাইবার মওকা মিলে। নাছারা দ্যাশে গিয়ে আপনারা একটু বেশী মাত্রায় মুছলমান হওনের চানছ পাইছেন। কারন আপনাগো চার মুড়ায় পাপ না কি কিলবিল কিলবিল করে। শয়তানের অস-অয়াসা থাইকা নিজেগো বাচনের তাগিদে আপনারা অনেক বেশী জেহাদি হয়া গাজী হইছেন। মাশাল্লাহ আমাগো প্রবাছি মা বোইনেরা পিছায়া নাই। তারা দেখায়া দিছে হেজাব পইরা ইছলামের ঝান্ডা কেমতে নাছারা দ্যাছে উড়াইতে হয়।
আপনে ছাব বিজ্ঞানের কথা কইছেন। হুইনা হাছি পাইল। বিজ্ঞান হইল অজ্ঞান! ইছলাম হইল একমাত্র বিজ্ঞান এইটা না বুঝলে ১৬ আনা মাটি। জীবনটারে খাটি বানাইবার চানস মিছ কইরেন না। আগে কি করতেন হেইটা ভাইবা কাম নাইক্যা। আগে বাপ দাদারা অবুঝের লাহান ব্যাংকে ট্যাকা রাইখ্যা ছুদ খাইত আর অহন মুদারাবা আইসা গ্যাছে। ইছলামি ব্যাংকে ট্যাকা রাখন ভি ইমানের কাম। ইমান ঠিক রাখবার হইলে বেমার উমার হইলে ইবনে ছিনায় যাইবেন। পোলাপাঙ্গো লেহাপরার লাইগা ইছলামি ক্যাডেটে না হয় ইছলামি কোচিং এ পাঠাইবেন। হালাল খাইবেন। হালাল পরবেন। হালাল ছাবুন দিয়া চান করবেন। ছহি ছংবাদ জাননের লাইগা ছংগ্রাম পেপার পড়তে মদদ দিবেন। খবর হুনবার লাইগা ইছলামি টিভি চোস্ত। এই রুটিন ফলো করলে অনেক তরক্কী হইব। বিদেছে থাইক্যা বিদেছি চিন্তা বাদ না দিলে গোমরা হইয়া পরতে হইব। ইছলাম নিয়া ঘাটাঘাটি কইরা লাভ হইব না।
তয় আপনের কথায় যুক্তি যে নাই তা কই না। মাগার মনে রাখন দরকার দছ চক্রে ভগবান ভুত। অহন ভুতের খেলা চলতাছে। ভুতের আছর হইতে বাচনের পথ বহুত কঠিন বইলা মনে হইতাছে। কি আর করা? মনে হইতাছে কেয়ামত নজদিক হ্যায় ভাইবা যারা কাম করতাছে তাগো নিয়া ভাইবা কাম নাই। অহন ঠিক করবার লাগবো বেছতি মানুর দলে জামু না কি কম মানুর দলে। বাপ দাদারা কইয়া গ্যেছে ভাল মানু, ইমানদার মানুর সংখ্যা চিরদিন কম হইব। আমি তাই কমের দলে থাকন ঠিক করছি জা থাকে কপালে। ইনশাল্লাহ কামিয়াব হমুই। আর একটা কথা, আমার বাপ দাদারা ইছলাম হিকছে, দাখিল হইছে ওলী-আল্লাহগো কাছ থাইকা কোন মল্বির থাইকা না। আমার মা হেজাব না পইরাও অনেক ভালা মুছলমান আছিল। আমি তারে নিয়া গর্ব করি। আমাগো ইছলাম জামাতে ইছলাম না খাঁটি ইছলাম। পাকিস্থান ভাংলে এই ইছলাম ভাংগে না।
ডঃ মিজান রহমান ছাব বুঝতাছি আপনে অনেক চিন্তা করেন। চিন্তা করন ভালা। তবে মনে রাখবেন দিলে যাগো সিল মারা তারা পথ পাইব না। পথহারা দলের সংখ্যাই বেশী। যে দলে মানু বেশী চেচামেচি সেইখানে বেশী হইবই। এইটা নিয়মের কথা। বেশী কথার মানু অনেক কামের মানু নাই বইলা ছমছ্যা হইতাছে। অজ্ঞানভাব না কাটাইতে পারলে বিজ্ঞানের খবর হয় না। চাপাবাজি দিয়া জ্ঞানী হওন যায় না। চাপাবাজগো কথা যত কম কওন যায় ততই মঙ্গল। ডাক্তার ছাব আপনে কি কন?
ভাইবা দেখলাম ইমিগ্রেশন কাউন্টারে ওই তিন জনের কোন অসুবিধা হইব না কারন এই কিছিমের লোক না হইলে কেয়ামত নজদিক হইব কেমনে? বুছ ছাবেরা চায় ধর্ম বিকায়া বানিজ্য করতে। এরা তিনজন হইল তাগো বানিজ্যের ছওদা। ইতি—-
Very nice article. Unfortunately, this is the condition of islamic countries. I dont see any hope for islamic countries. There is no practice of free thinking. Only very few people in islamic countries realise that, and it remains among those few people. Muslim people should do soulsearching. Muslims have a false pride that their religion is the best. Divine God does not have any special preference for any particular religion. We should respect each other as human beings. When the country is not secular, then this feeling of false pride comes. Thats what happened in islamic countries. Peace be upon all the people all over the world.
লেখাটিতে আমাদের মুসলমান সমাজের বর্তমান অবস্থা অতি চমৎকার রূপে ফুটে উঠেছে ।
Big boss,
I have read all of your article and big fan of you. You have drawn the true picture of the society. From one of your article I know you are getting old, keep growing old and keep lighting us. This ugly world is becoming heavenly for the people like you. I wish you a very sound health.
Regards
আরেকটি চমৎকার প্রবন্ধ ড মীজান রহমানের। অল্প কথায় আমাদের মানসপটকে সুন্দরভাবে তুলে ধরেছেন।
বাই দ্য ওয়ে, আনন্দমেলা এবং তালাত সাহেবকে বলছি। আপনারা নিয়মিত মুক্তমনা ব্লগে মন্তব্য করছেন দেখে খুবই ভাল লাগছে। তবে, আপনারা যেহেতু বাংলায় লিখছেন, কাজেই আপনাদেরকে অনুরোধ করব, অভ্র ডাউনলোড করে নিন। ইংরেজী হরফে বাংলা দেখতে ভাল লাগে না। অভ্র ব্যবহার করা খুবই সহজ। ইংরেজীতে টাইপিং এর মতই। চেষ্টা করে দেখুন না।
khoda hafej er bodole Allah hafej bolish keno e prochno amar ek bondu-ke jiggesh korate uttor dilo eta to awoamileage-er ba bam-ghoronar lokder mukher buli,ora to bharoter dalal ba nastik,Allah hocche khati musulman bandar kotha,islamer kotha,bla bla.Aar thokon-i bujlam dokkhin ponthi , uggro jatiotabadi BNP oo moddo jugiyo borbor ponti Jamater kaaj bangalee-der upor 100% sofol hoyeche.ekhon to dekhi dan,moddom oo bam-ponti sobai kotay kotay oi doroner baje shobdo protinioto bebohar kore.Mukti-juddo shofol hole-o Bangalee jati ekhon sudu dormer aafim khete bhalibashe , porokaaler hur,gelman oo anggorer rosh pabar aschy.
Apnar lekha mane ek kothay chomotkar ebong er maddome amader dobjadari mononer adikari bangalee-der moner oo chintar roger kisu ta hole-oo uposhom hobe. Bhalo thakun oo anek donnobad.
Nasrin,
On what basis u thanked that family?
Mijan Rahman shaheb, apni thiki bolechen… bangladeshe recent islamization process, ja aro 7-8 yrs age theke suru hoise, ei desher shomaj k kolushito kore dicche. shara world shamner dike egocche ar amra din din backward hocchi. pichon ke akre dhore rekhe musolman ra jano ak bikrito anondo pae. Foreign country teo bangali musolman ra giye aro beshi dhormandho hoi. ami janina er karon ki…. desher so called progotishil rao vondo chara kichui na. Bujhina chardike shudu vondo ar vondo… akhon shottikar er shongskar mukto manusher khub ovab… ei deshe. amader young generation akhon ak odvuuut contradiction er moddhe bash korche.. tara akdike western howar cheshta korche arakdik allahbadi howar cheshta korchee…. dui noukae pa dite giye jogakhichuri kore felchee…tader kache kono straigh cut solution pawa jabe na.. they r suffering from identity crisis..
THANKS TO THAT FAMILY