মুক্তমনা লেখক, সমাজকর্মী নিলয় নীলকে কুপিয়ে হত্যা করলো ইসলামি মৌলবাদীরা

রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাশ এর পর আজ জঙ্গিদের চাপাতির আঘাতে নিহত হয়েছেন মুক্তমনা লেখক, ব্লগার এবং একটিভিস্ট নিলয় নীল। তিনি "নিলয় নীল" (টুইটার: #NiloyNeel) নামে মুক্তমনা, ইস্টিশন, ফেসবুকে লিখতেন। লেখালেখি ছাড়াও বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে জড়িত নিলয় নীল ছিলেন 'বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি'র প্রতিষ্ঠাতা। বাসার ভেতরে ঢুকে নিজ পরিবারের [...]