ইসলামী মহাবিশ্ববিদ্যা

ইসলামী মহাবিশ্ববিদ্যা হাবিবুর রহমান হাবিব সারাংশ কোরানের মহাবিশ্ব বেশ ছোট। কেননা, এত দৃরত্ব মাপা যায় দিনের মাপকাঠিতে। আর এর উপাদানও খুব সীমিত। বলতে গেলে মাত্র ৩টি : (১) পৃথিবী, (২) আকাশমণ্ডলী এবং (৩) এ দুটোর মধ্যে অবস্থিত অন্যান্য কিছু দ্রব্য। শেষোক্তের মধ্যে উল্লেখ্য হচ্ছে নিকটতম আকাশে বাতির মত টাঙ্গানো তারা, সর্য ও চন্দ্র এবং বেহেশত [...]