বঙ্গবন্ধু- প্রোজ্জ্বল দীপের দামে, গীতময় তীব্র বেহালায়

বঙ্গবন্ধু- নিশীথের মতো ব্যাপ্ত, স্বচ্ছতার মতো মহীয়ান উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ- যে কোনো বিচারেই বাঙালি জাতিরাষ্ট্রের জন্যে এক অনন্য ঘটনা। মোহান্ধের চোরাবালিতে আটকে থাকা দ্বি-জাতিতত্ত্ব, তারপর তেইশ বছরের পাকিস্তানি শাসন- বাঙালি স্বাধীনতার জন্যে উদগ্রীব হয়ে উঠছিলো। এই স্বাধীনতা অর্জন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিলো না- কারণ ইতিহাসের প্রতিটি বাঁকের চোখে চোখ রাখলে দেখা যায়, সময়ের নির্মোহ [...]