জীবনানন্দ দাশের ‘মিশর’ কবিতাটির ইংরেজী অনুবাদ
জীবনানন্দ দাশের ‘মিশর’ কবিতাটির ইংরেজী অনুবাদ জাফর উল্লাহ কবি জীবনানন্দের যখন ভরা যৌবন, তখন তিনি তাঁর ‘মিশর’ কবিতাটি রচনা করেন। পরিশেষে তিনি কবিতাটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরা পালক’ এ জুড়ে দেন। ‘ঝরাপালক’ শব্দটির ইংরেজী রূপ হচ্ছে ‘Fallen Feather’. খুব সম্ভব কবি ইংরেজীর ছাত্র ছিলেন বলে ইংরেজী এই ফ্রেজের সাথে সম্যক পরিচিতি ছিল তাঁর। এই ‘মিশর’ [...]