রাজীবের (থাবা বাবা) মৃত্যু, মুক্তমনাদের বিরুদ্ধে ‘আমার দেশ’ পত্রিকার আস্ফালন এবং প্রাসঙ্গিক কিছু কথা
একজন ব্লগারের মৃত্যু এবং ... গত কয়েকদিন ধরেই একটি খবরে তোলপাড় সাড়া দেশ। তরুণ ব্লগার এবং স্থপতি রাজীব হায়দারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যিনি শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণআন্দোলনে প্রথম থেকেই সক্রিয় ছিলেন। কয়েক মাস আগে এমনি আরেকটি খবর হয়তো অনেকেরই চোখে পড়েছিল। ব্লগার আসিফ মহিউদ্দীনও অনেকটা একই কায়দায় ছুরিকাহত হয়েছিলেন। বাংলাদেশে দাঙ্গা, খুন, রাহাজানি, [...]