তিরিশ লক্ষ শহীদ, বাহুল্য নাকি বাস্তবতাঃ রিসার্চ-পেপার, ডিকশেনারি, এনসাইক্লোপিডিয়া অনুসারে শহীদের সংখ্যা নিরূপণের প্রয়াস
এই পর্বটি সম্ভবত সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। এই পর্বে আমরা আলোচনা করবো পৃথিবীময় বিভিন্ন গনহত্যা, রাজনীতি, সংঘাত গবেষকের দৃষ্টিতে ১৯৭১ সালে হতাহতের সংখ্যা। দেখবো বিভিন্ন রিসার্চ পেপার, ডিকশনারি, এনসাইক্লোপিডিয়ায় এই গনহত্যা সম্পর্কে কি বলা হয়েছে। সংখ্যাটা ৩০ লাখ, তিন লাখ, এক লাখ অথবা ছাব্বিশ হাজার যাই হোক না কেন এটা তো মানতেই হবে সংখ্যাটা অনেক [...]