যদি জানতে চাও
দিনক্ষণ নিয়ে এর আগে কথা হয়েছে অনেকবার। কিন্তু, প্রতিবারই সবার আশার মুখে ছাই দিয়ে পিছিয়ে যাচ্ছিলো সেই মহালগ্ন। আজই, কাকতালীয়ভাবে নিশ্চয় নয়, ঠিক পাঁচ বছর আগের বিখ্যাত-কুখ্যাত-স্বনামধন্য তারিখ ওয়ান-ইলেভেনেই, গ্রেফতার করা হলো জামাতের প্রাক্তন আমির, মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সুচিহ্নিত দালাল, তথা মুক্তিযুদ্ধের প্রকাশ্য বিরোধিতাকারী গোলাম আজমকে। একজন মাত্র মানুষের কারাভ্যন্তরে প্রেরণের পেছনের কাহিনি যে দীর্ঘ [...]