সার্ন থেকে হিগ্স বোসন – প্রলয়-নাচন নাচলে যখন আপন ভুলে!
সুইজারল্যান্ডে কয়েকদিন সারা বছর কাম কাজের ভিড়ে ঘোরাঘুরির যে খুব একটা সময় পাই তা নয়। তারপরেও চেষ্টা করি বছরে দুই একবার যাবতীয় কাজ কর্ম সব শিকোয় তুলে সপ্তাহ-খানেকের জন্য লাপাত্তা হয়ে যাওয়ার। লাপাত্তা মানে কেবল বাড়ি কিংবা শহর থেকে হাওয়া নয়, একেবারে বারাক রাজার দেশ থেকেই সপরিবারে পলায়ন। এতে করে দুটা উপকার। একঘেয়ে কাম কাজের [...]