লুডভিগ বোল্টস্মান – ১
ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে বিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত একশ বছর পদার্থবিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বৈপ্লবিক সময়। এই কালসন্ধিক্ষণ রচনায় অনেকের অবদান আছে, কিন্তু যদি মাত্র কয়েকজনের নাম বলতে হয় তাহলে চারজনের নামই সবার আগে মনে আসে: জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, লুডভিগ বোল্টস্মান, মাক্স প্লাংক এবং আলবার্ট আইনস্টাইন। বোল্টসমানের জীবন ও কর্ম নিয়ে একটা চমৎকার বই লিখেছেন ইতালীয় [...]