পূর্ণাঙ্গ লেখক হিসেবে বিবেচিত ব্লগের সদস্যরা লেখা সরাসরি তাদের ব্লগে প্রকাশ করতে পারবেন। এর বাইরে গ্রাহক, পাঠক কিংবা অতিথি লেখকেরা লেখা প্রকাশের জন্য ইমেইলে লেখা মুক্তমনায় পাঠাতে পারেন।
লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
আপনার লেখাটি দয়া করে একটি .txt বা .docx বা .pdf ফাইল হিসেবে অ্যাটাচ করে পাঠান। এবং ইমেইলটির বিষয় হিসেবে অবশ্যই লিখুন “মুক্তমনায় প্রকাশের জন্য লেখা: {শিরোনাম/লেখকের নাম:}“।
যারা মুক্তমনায় লেখা পাঠাতে চান, সবচেয়ে ভাল হয় তারা যদি তাদের লেখা ইউনিকোডে লিখে পাঠান। ইউনিকোডে বাংলায় লেখার জন্য (অনলাইন কিংবা অফলাইনে) সবচেয়ে ভাল টুল হচ্ছে অভ্র। যে কোনো সময় বাংলায় লেখার জন্য আপনাকে অভ্র বাংলা কিবোর্ড টুলটি ব্যবহার করতে পরামর্শ দিচ্ছি। অভ্র বাংলা কিবোর্ড টুল ডাউনলোড করুন এখান থেকে। এছাড়া বিজয়, বর্ণসফট কিংবা অন্য পুরোনো বাংলা থেকে আপনার লেখা ইউনিকোডে কনভার্টের জন্য অনলাইন লেখনী ও কনভার্টার পাবেন এখান থেকে। যারা কনভার্শনের ঝামেলা পোহাতে চান না, কিংবা কনভার্শনে সমস্যা বোধ করছেন, তাদেরকে আমরা বিজয় ফরম্যাটে লেখা ডকুমেন্ট সরাসরি আমাদের কাছে ইমেইল করতে অনুরোধ করছি। আমরা আপনাদের ডকুমেন্ট ইউনিকোডে রূপান্তরিত করে মুক্তমনায় প্রকাশের ব্যবস্থা করব। তবে লেখা অবশ্যই মুক্তমনার লক্ষ্য ও মিশনের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং আমাদের নীতিমালার সাথে একাত্ম হতে হবে। এমনিতে মুক্তমনা যে কোন ধরনের প্রগতিশীল, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত রচনাকে স্বাগত জানায়। সুস্পষ্টভাবে কোথাও উল্লিখিত না থাকলে লেখকরা কোন পারিশ্রমিক দাবী করতে পারবেন না। বিশেষজ্ঞ কিংবা অবিশেষজ্ঞ সকল পেশার পাঠক, গবেষক, ছাত্র, নারী কিংবা তরুন সমাজ মুক্ত-মনার অভীষ্ট লেখক হিসেবে বিবেচিত হতে পারেন। মুক্তমনা সে সমস্ত ‘মৌলিক’ রচনাকেই সর্বাগ্রে গুরুত্ব দেয় যা আগে কোথাও (ইন্টারনেটের ব্লগ, ফোরাম কিংবা পত্র-পত্রিকায় ) প্রকাশিত হয়নি। লেখা নির্বাচনের ক্ষেত্রে সম্পাদকের রায়ই চুড়ান্ত।
আমার প্রশ্ন হলো লেখার মধ্যে কি রেফারেন্স লিঙ্ক দেওয়া যাবে? আর লেখা পাঠানোর কতদিনের মধ্যেতা প্রকাশিত হয়। কতদিন অপেক্ষা করব।
আমি অতিথি লেখক না হয়ে নিয়মিত লেখা পাঠাতে চাই। করণীয় কী?
কোনো কবিতা পাঠানো যাবে কি?
আমি একটা লেখা পাঠিয়েছি, ঐটা বড়ো করেই লিখেছি যা এই ব্লগে প্রকাশের উপযুক্ত মনে করছি; মত প্রকাশের স্বাধীনতা এই ব্লগে আছে বলেই আমার লেখাটি প্রকাশ করার বিনীত অনুরোধ করছি।
যে কোন লেখা প্রকাশের জন্য নির্বাচিত হলে তা দু এক দিনেই মধ্যে অথবা তৎক্ষণাৎ পোষ্ট করা হয়। প্রয়োজনে ইমেইলে সেই লেখাটি সম্পর্কে তথ্য আদান প্রদান হয়। লেখাটি নির্বাচিত বা মনোনীত না হলে সাধারণতঃ উত্তর দিয়ে সেটা জানানো হয় না। দু এক দিনের মধ্যে কোন উত্তর না পেলে ধরে নিতে পারেন যে লেখাটি নির্বাচিত হয়নি। এ নিয়ে বারবার মন্তব্য বা ইমেইল করবার প্রয়োজন নেই।
লেখা নির্বাচনের ক্ষেত্রে সম্পাদকের রায়ই চুড়ান্ত।
অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ আর শুভকামনা
[…] ১.৭। সদস্য না হয়েও যে কেউ ই-মেইলের মাধ্যমে লেখা পাঠাতে পারেন। লেখা পাঠনোর নিয়মাবলী জানার জন্য মুক্তমনায় প্রবন্ধ পাঠানোর নিয়ম দেখুন। […]
আমার লেখাটি ছাপা হোল কিনা কেমন করে বুঝবো ? বা আপনাদের পছন্দ হোল কি তা কি ভাবে জানবো ।
কোনো গল্প, উপন্যাস বা কবিতা কি পাঠানো যাবে? পাঠালে তা প্রকাশের সম্ভাবনা কতটুকু?
সর্বাধিক কত শব্দের মধ্যে লেখাটি লিখতে হবে?… যদি জানাতেন
তেমন বাঁধাধরা কোন সীমাবদ্ধতা নেই তবু তা নির্ভর করবে লেখা ও সেইটির বিষয়বস্তুর উপর।
এখানে কিভাবে লেখালেখি করব?
আমি লেখা পাঠাতে চাই কিভাবে পাঠাবো জানতে চাই?একসাথে কয়টা লেখা পাঠানো যাবে?আশা করি উত্তর পাবো ।অগ্রিম ধন্যবাদ।
চিরকৃতঙ্গ মুক্তমনা ব্লগের কাছে, মুক্তমনা ব্লগ থেকে অনেক কিছু শিখে নিজেকে পরিবর্তনের চেষ্টা করি।
🏳️🌈🏳️🌈😭😭
লেখার লেখক-স্বত্ত সংরক্ষিত হয় কিভাবে এখানে? কবিতা কি প্রকাশিত হয় এখানে?
আমি কি মুক্ত মনা তে নিবন্ধন করে লিখতে পারবো ? নাকি শুধু ইমেইলে লিখা পাঠাতে হবে ?
আপাতত ইমেইলে লেখা পাঠান
আপনাদের ব্লগের লেখা খুব ভালো লাগে, আমি আপনাদের ব্লগের নিয়মিত লেখক হতে চাই, আমার কি করনীয়?
এই পোস্টে লেখা পাঠানোর ইমেইল এড্রেস দেয়া আছে, লেখা পাঠাতে পারেন। ধন্যবাদ।
আমি আপনাদের ব্লগে নিয়মিত লেখক হবার জন্য সদস্য হতে চাই। দয়া করে বলবেন কিভাবে হওয়া যাবে?
এই পোস্টে লেখা পাঠানোর ইমেইল এড্রেস দেয়া আছে, লেখা পাঠাতে পারেন। ধন্যবাদ।
আমি একজন সাংবাদিক ও লেখক। আমার ধর্মীয় পরিচয় আমি একজন ধর্মহীন। আমি মুক্তমনার সাথে সম্পৃক্ত হতে চায়। আমি কারো প্ররোচনায় প্ররোচিত নই। আমি কিভাবে মুক্তমনা সদস্যপদ পেতে পারি?
এই পোস্টে লেখা পাঠানোর ইমেইল এড্রেস দেয়া আছে, লেখা পাঠাতে পারেন। ধন্যবাদ।
সাহিত্য সংক্রান্ত কেখা পাঠানো যাবে
হ্যা, অবশ্যই
মুক্তমনা ইংলিশ ব্লগে লিখার নিয়ম কি?
বিজ্ঞান বিষয় নিয়ে এখানেও লিখতে পারেন
আমি মুক্তমনা ব্লগের একজন একনিষ্ঠ পাঠক, অনুরাগী। অভিজিৎ রায়ের গুণমুগ্ধ ভক্তও ছিলাম।
যেদিন অভিজিৎ রায়কে হত্যা করা হলো সেদিনের পর থেকে কিছুদিন বাকরুদ্ধ হয়ে ছিলাম। তারপর একদিন অভিজিৎ স্মরণে একটি লেখা মন্তব্যে লিখেছিলাম। এখন মুক্তমনার একজন হতে চাই। দুএকটি মন্তব্যও করছি। লেখা পাঠতে হলে কি করনীয় জানতে চাই। আমি এনরয়েড মোবাইলে গুগল ইনডিক কীবোর্ড ব্যবহার করি।
আমার এখনো অনেক জানার বাকি আছে সেগুলো জানব এই ব্লগ থেকে অন্যনাদের লেখা থেকে। তারপর কিছু লেখার ইচ্ছা আছে তবে মুক্ত-মনা তোমার সাথে আছি।
সদস্য হবার প্রান পন চেষ্টা!
সদস্যপদ প্রসঙ্গে জানতে এখানে ক্লিক করুন।
আমি মুক্তমনায় লেখার জন্যে আগ্রহী, একটা লেখাও ই-মেল মারফত পাঠিয়েছি
আমি মুক্তমনার সদস্য হতে চাই।
আমি মুক্তমনা ব্লগের সদস্য হতে চাই। আমার বিজ্ঞানবিষ্যক লেখা প্রকাশ করতে চাই।
আমি নতুন লেখক হিসাবে আপনাদের ব্লগে যোগদান করতে চাই। আমাকে গ্রহণ করলে খুশি হবো।
প্রিয়! আমি আপনাদের ব্লগে নিয়মিত লিখতে চাই। যেহেতু সরাসরি লেখার পারমিশন নাই তাই শুরু করতে চাই অতিথি লেখক হিসেবে। তবে আমার একটা প্রশ্ন যে লেখালেখির ক্ষেত্রে কোন বিষয় নির্ধারণ আছে কিনা এখানে? নাকি সব বিষয় উন্মুক্ত। বর্তমানে আমি যদিও অভিযাত্রী (http://www.ovijatri.com) অনলাইন পোর্টালে নিয়মিত বিভিন্ন বিষয়ে লিখি। আমি এখানেও নিয়মিত হতে চাই।
ধন্যবাদ। আশা করি উত্তর পাবো।
আমি একটি কবিতা পাঠাতে চাই কিভাবে পাঠাবো বুঝতে পারছিনা।
আমি মুক্তমনায় লিখতে চাই, একটি লেখা ইমেল করলাম
আমি ব্লগগুলো পড়তে চাই,লগ ইন কি ভাবে করে
আমি মুক্তমনায় লেখার জন্যে আগ্রহী, একটা লেখাও ই-মেল মারফত পাঠিয়েছি।
ধন্যবাদ মুক্ত মনাকে
মোবাইল থেকে লেখা পাঠাতে চাই। সেক্ষেত্রে লেখাটি কোনো ফাইল হিসেবে যুক্ত না করে সরাসরি ই-মেইলে লিখে দিলে তা কি গ্রহণযোগ্য হবে?
ই মেইল করে দিন।
আমি মুক্তমনা ব্লগে লিখতে চাই
আমি ব্লগার নই আমি কি লেখা পাঠাতে পারব
গ্রাহক, পাঠক কিংবা অতিথি লেখকেরা লেখা প্রকাশের জন্য ইমেইলে লেখা মুক্তমনায় পাঠাতে পারেন।
লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
ধন্যবাদ স্যার ।
আমি এই ব্লগে নিয়মিত লিখতে চাই, সেক্ষেত্রে আমার করণীয় কি?
আমি আমার একটি লেখা ই-মেইল করেছি কিছুক্ষন আগে, আশা করবো অনুপ্রেরণা প্রদানের পাশা পাশি লেখাটি প্রকাশ হবে।
এই লিঙ্ক খুলে দেখুন।
আপনার লেখা ও আগ্রহের জন্য ধন্যবাদ। লেখাটি বিবেচনার জন্য রইলো এবং এটি নির্বাচিত হলে তা আগামী ২৪ ঘন্টার মধ্যে পোষ্ট করা হবে।
অামি এই ব্লগে নিয়মিত লিখতে চাই। মেম্বার হতে হলে কি করা লাগবে অাশা করি নির্দেশনা দিবেনন। ধন্যবাদ।
এই লিঙ্ক খুলে দেখুন:
https://blog.mukto-mona.com/sending-articles/
মুক্তমনা” মানবিক মূল্যবোধের গ্রহণযোগ্যতাসম্পন্ন লেখাগুলো খুব প্রানবন্ত ও হৃদয়স্পর্শী। যা মানব মনের মৌলিক স্পর্শের দাবীদার।
কয়েকটি লেখা পাঠানো হয়েছে তা প্রকাশ না পাওয়ার কারণ জানার জন্য আগ্রহী। ধন্যবাদ।
:good:
মুক্তমনা্র অনেক লেখাই পড়েছি। কিছু ভালো লেগেছে, কিছু লাগে নি। অনেক কিছু শিখতেও পেরেছি। আজ মন্তব্য করলাম। ধন্যবাদ সম্পাদক সাহেব।
মুক্তমনার লক্ষ্য সফল হোক
মন্তব্য…সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
যে কোন বিষয় নিয়ে লেখা পাঠালে ব্লগে কি প্রকাশ করা হবে?
উপরে বলাই আছে। নীতিমালা জানতে ওই কথাটার বা লিঙ্ক’এর উপর ক্লিক করুন। মন্তব্যের উত্তর দিতে ‘Reply’তে ক্লিক করে শুরু করুন।
মুক্তমনার পাঠক থেকে লেখক হতে
চাই.
এই পোষ্টে, উপরে তো বিস্তারিত সবই লেখা আছে।
লেখা [email protected] এখানে ইমেইল করতে বলা আছে। এভাবে পাঠালেই সম্পাদক তা পেয়ে যায়। পঠিয়ে দেখুন 🙂
আমি নিয়মিত মুক্ত মনা ব্লগে সরাসরি একাউন্ট খুলে লিখতে চাই। আশা করি সাহায্য করবেন। ধন্যবাদ।
মন্তব্য…
আমি মুক্তমনায় ছোট গল্প, কবিতা ও প্রবন্ধ লেখাসমুহ পাঠাতে চাই। কিন্তু এন্ডুয়েট মোবাইলের মাধ্যমে লেখা পাঠানো কি সম্ভব এবং কি সম্পাদক সাহেব কি আমায় গ্রহণ করতে ইচ্ছুক?
প্রিয় মুক্তমনা,
আমি মুক্তমনাই লিকতে চাই। আমাকে একটু সাহায্য করবেন কি?
ধন্যবাদ
ষত্তান্নাশি
29/11/2015 তারিখ আমার ৫ম লেখা প্রেরণ করলাম কিন্তু আজ ৩/১২/২০১৫ তারিখও তা পেন্ডিং দেখাচ্ছে
:
ঝরাপাতা দাস আর আমার নাক্ষত্রিক প্রেমের গল্প ! – Pending
:
দয়া করে প্রকাশ করবেন কি? কিংবা কিভাবে পূর্ণাঙ্গ লেখক হয়ে সরাসরি লেখা প্রকাশ করা যাবে দয়া করে জানাবেন কি?
ধন্যবাদ
মুক্তমনায় আমার “মুঘল যুগের ইতিহাস” নামে একটা লিখা দিয়েছি | সেটা কবে ছাপবে ?
আর মুক্তমনায় মডারেশনের কি প্রয়োজন ? একজন মডারেটর ঠিক করবে লক্ষ লক্ষ মুক্তমনা কি পড়বে আর কি পড়বে না , এটা কি গণতান্ত্রিক পদ্ধতি হলো ? ওই মডারেটরের কোনো লেখা ভালো নাও লাগতে পারে কিন্তু বাকিদের হয়ত ভালো লাগবে | তাদের এভাবে বঞ্চিত করার মানে কি ?
:good:
যদি মুক্তমনার সদস্য হিসেবে মননিত হই কখনো, তাহলে কিভাবে বুঝব?
মুক্তমনার পাঠক থেকে লেখক হতে চাই.
নতুন করে সদস্য হওয়া যায় কি?আমি http://www.sonelablog.com লিখছি নিয়মিত।
আমি মুক্তমনা লেখা লিখি করব । নিবন্ধ করুন
ভাই মুক্তমনায় একাউন্ট খুলতে পারছি না। কিভাবে খুলব পারি?
আপনাদের [email protected] এই ঠিকানায় ‘কোষ প্রতিবিম্ব–ব্রহ্মাণ্ড’ লেখাটি পাঠিয়েছি । কিন্তু তার কোনো জবাব পেলাম না । ওটা নির্বাচিত হল ? দয়া করে যদি জানান তবে আমি বাধিত হই ।
অামিও অনেকবার চেষ্টা করেছি কিন্তু লিখাটি কোনভাবেই অাপনাদের কাছে পৌছাতে পারিনি। তাই বাধ্য হয়ে এখানেই পোস্ট করছি। অাশা করি কিছু মনে করবেন না।
লেখা পাঠানোর পর লেখাটা পোস্ট করা হয়েছে কিনা কিভাবে জানব?
আমি মুক্তমনা ব্লগের একজন শুভানুদ্ধায়ি। বিভিন্ন কারনে এখানে লেখা কিংবা সব লেখা পরার মত সুযোগ হয়নি। এখন আমি এক বছর যাবত ইতালি আছি এবং আপনাদের সাথে যুক্ত হওয়ার মত সুযোগ পাচ্ছি। আশা করি আপনাদের সহযোগিতা পাব, ধন্যবাদ।
আমি মুক্তমনার অনেক পুরনো পাঠক । “নশ্বর” নামে কমেন্ট করে থাকি। আমি কি আমার লেখা অপ্রকাশিত কবিতা-গুলো কি এখানে পাঠাতে পারি ?
আমি প্রবন্ধ লেখায় অভিজ্ঞ নই তাই আমার কবিতা দিতে চাচ্ছি ।
আশা করি, মুক্তমনাতে লেখা প্রকাশ করার সৌভাগ্য আমার হবে । অপেক্ষায় থাকলাম আপনার উত্তরের …
( বিঃদ্রঃ আমার কবিতার মূল লক্ষ্য থাকে মানবিকতার জন্য সংগ্রাম । )
ই-মেইলঃ [email protected]
আমি ব্লগটিতে নিয়মিত Gangchil নামে কমেন্টস করছি ৷ আমি আপনাদের সহায়িকা পড়েছি ৷ আমার ভালো লেগেছে ৷ আমি আপনাদের মতাদর্শ গ্রহন করে নিচ্ছি ৷ একই সাথে অনুরোধ করব আমাকে সদস্য পদ দেয়া হোক ৷ উল্লেখ্য আমি সামু ব্লগেও লিখে থাকি
Email [email protected]
… মুক্তমনায় একাউন্ট খুলতে
পারছি না। কিভাবে
খুলব তার নির্দেশিকা
দরকার।
কিভাবে মুক্তমনাতে অ্যাকাউন্ট খুলবো কিভাবে?
পূর্ণাঙ্গ লেখক হিসেবে বিবেচিত ব্লগের সদস্যরা লেখা সরাসরি তাদের ব্লগে প্রকাশ করতে পারবেন। এর বাইরে গ্রাহক, পাঠক কিংবা অতিথি লেখকেরা লেখা প্রকাশের জন্য ইমেইলে লেখা মুক্তমনায় পাঠাতে পারেন।
লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
আপনার লেখাটি দয়া করে একটি .txt বা .docx বা .pdf ফাইল হিসেবে অ্যাটাচ করে পাঠান। এবং ইমেইলটির বিষয় হিসেবে অবশ্যই লিখুন “মুক্তমনায় প্রকাশের জন্য লেখা: {যে নামে প্রকাশ করতে চান সেটা}“।
মুক্তমনায় একাউন্ট খুলতে পারছি না। কিভাবে খুলব তার নির্দেশিকা দরকার।
প্রিয় মডারেটর ,
আমি অতিথি লেখক হিসাবে একটি লেখা পোষ্ট করেছিলাম কিন্তু বার বার চেষ্টার পরও আপনাদের মেল এ যাচ্ছেনা । আপনারা কি অতিথি লেখকদের লিখা গ্রহণ করছেন না ?
লেখাটি এই ঠিকানায় পাঠান [email protected]