দয়া করে লক্ষ্য করুন যে, মুক্তমনায় কেবল মন্তব্য করতে হলে আপনাকে নিবন্ধন করতে হবে না। নিবন্ধন না করে কেবল আপনার নাম ও ই-মেইল ঠিকানা ব্যবহার করেই মন্তব্য করতে পারবেন। যদি আপনি একেবারে নিয়মিত মন্তব্য করতে চান এবং/অথবা মুক্তমনায় কোনো লেখা দিতে চান কেবল সেই ক্ষেত্রেই নিবন্ধন করুন। নয়ত নিবন্ধনের আসলে কোনো অর্থ নেই। নিবন্ধন করার পর আপনি একজন “কন্ট্রিবিউটর” হিসেবে গণ্য হবেন এবং মুক্তমনার এডিটর ব্যবহার করে লেখা জমা দিতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রেও আপনার লেখা মডারেশনে যাবে এবং সম্পাদকরা উপযুক্ত বিবেচনা করলে তা প্রকাশ করবেন।
[wppb-register]