হোমিওপ্যাথি কতটা বিজ্ঞানসম্মত?

হোমিওপ্যাথি কতটা বিজ্ঞানসম্মত? সুমিত্রা পদ্মনাভন ২০০৭- এ বিখ্যাত বিজ্ঞান পত্রিকা ‘নেচার’-এ একটি বিশেষ প্রতিবেদন বেরিয়েছে যাতে লেখক জে. গাইল্স হ্যানিম্যানের হোমিও চিকিৎসার মূল পদ্ধতিকে ‘অপবিজ্ঞান’ আখ্যা দিয়েছেন। প্রথমত, ‘বিষে বিষক্ষয়’ জাতীয় উপায়ে রোগ সারানো অর্থাৎ রোগকে বাড়িয়ে তুলে তারপর সারানোর যে কথা হোমিও ডাক্তাররা বলে থাকেন, তাকে ভিত্তিহীন বলা হয়েছে। দ্বিতীয়ত, যেভাবে হোমিওপ্যাথি ওষুধ তৈরি [...]