হেগেল ও মার্ক্স – ১
বিবিসি থেকে সম্প্রচারিত ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান দ্য গ্রেট ফিলোসফরাস (১৯৮৭) এ ব্রিটিশ দার্শনিক ব্রায়ান ম্যাজি অস্ট্রেলীয় দার্শনিক পিটার সিঙারের সাথে মূলত হেগেল এবং কিছুটা মার্ক্সকে নিয়ে কথা বলছেন। এটি একটি স্বেচ্ছাচারী বঙ্গানুবাদ। ভূমিকা ম্যাজি: বিশ্বের আমূল পরিবর্তনে হেগেলের মতো এত স্পষ্ট ভূমিকা খুব কম দার্শনিকই রাখতে পেরেছে। তার প্রত্যক্ষ প্রভাবটা রূপায়িত হয়েছে জার্মান জাতীয়তাবাদের মাধ্যমে, [...]