দলতন্ত্র : সমকালের রাজনৈতিক বর্জ্যপদার্থ

“রাজা আসে যায়, রাজা বদলায় নীল জামা গায়, লাল জামা গায় এই রাজা আসে, ঐ রাজা যায় জামা-কাপড়ের রং বদলায় দিন বদলায় না।” (রাজা আসে যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়) এই কথাগুলো বীরেন চাটুজ্জে যত আগেই লিখুন না কেন, মানবসভ্যতায় যেদিন থেকে ভাবা শুরু হল যে, “Man is a political animal”, সেদিন থেকে শুরু করে আজকে, আমদের [...]