হে সমবেত চেনা মানুষ, আমি শহীদ বলছি।
আমি প্রাণ দিয়েছি হে, প্রিয় দেশ মানুষের জন্য,
অবনত-মুন্ড, অর্ধমুদিত কুঁজো দেখতে নয়।
তোমাদের এক মিনিটের নীরবতার বদলে,
আমায় স্বাধীনতা এবং বিজয়ের উল্লাস দাও,
তোমাদের চোখে থাক অহঙ্কারের মহা-ঔজ্জ্বল্য
ও মুখে থাক দেশলাই কাঠির সুকান্ত বারুদ।
প্রবাহের যারা সমবেত হেঁট, অশরীরী বলে যা-ইচ্ছে তাই কোরনা,
অবজ্ঞার বদলে যুদ্ধশিশু আর তাদের নির্যাতিত মা’কে ভালোবাসো,
ঘোলাটে চোখ নিয়ে অন্নাভাবে শীর্ণ, বস্ত্রাভাবে আজকেও উলঙ্গ তারা,
এক মিনিট নীরবতার অথর্ব না হয়ে হে, বরং অর্থবোধক হও।
আঁতাতকারী যারা, তারা আজও, যথারীতি দিয়ে যায় বিভ্রান্তির ধুয়া।
বহুরূপী তারা, যুদ্ধাপরাধী, দুগ্ধাপরাধী এবং নি:সন্দেহে অপরাধী।
ন্যুজ গন, এক মিনিটের স্থবিরতার বিভ্রান্তি ছেড়ে শুদ্ধ হও, ভোগী,
বরং নিজ থেকে অর্থবোধক হও সাথী মানুষ, আমি শহীদ বলছি।
কাঁপুনি ধরিয়ে দিলেন! রক্ত উষ্ণতর হলো! এখন শাহবাগ জাগ্রত থাকলে এই নাঙ্গা হাত হয়তো অর্থ খুঁজে নিতো এই শিথিল মাংসপেশীর গাঁথুনীতেই! স্বপ্নগুলোকে আর ঘুম পাড়িয়ে রাখতাম না। ঢুলু ঢুলু চোখ মেলে তোমরা দেখতে, তোমাদের স্বপ্নদের সে কি হুটোপুটি তোমাদের মুষ্ঠিবদ্ধ দুই হাতে !!!…
@কেশব কুমার অধিকারী,
শোক হোক শক্তি.
@কাজী রহমান,
অনেক দিন পর পড়ে বেশ ভালো লাগলো। 🙂
@আফরোজা আলম,
ধন্যবাদ।
কোথায় ছিলেন এতদিন? আপনার লেখা দেখতে চাই এখানে।
ভালো থাকুন।
কুজো হয়েই এতদিন শ্রদ্ধা করতে শিখে এসেছি আমরা সেই স্কুল জীবন থেকে , হয়তো কেউ কেউ নয়। আজকে মনে হচ্ছে সত্তিই তো ! কেনো আমরা অথর্বের মত কুজো হয়ে থাকব ? সবাইকে তো জানান দিতে হবে আমরা সেই জাতি , ভাংবে কিন্তু মচকাবেনা ।
@nirob,
সহজ স্বচ্ছ সরল করে ভাবনা করাটা খুবই দরকারী। অনুকরণে শেখা আর যাঁচাই করে শেখায় আকাশ পাতাল দূরত্ব থেকে যায়।
অকপট মন্তব্যের জন্য সাধুবাদ।
শুভেচ্ছা।
পড়তে পড়তে নীরব ছিলাম; অন্তর থেকে শ্রদ্ধা।
@এম এস নিলয়,
শোক হোক শক্তি নিলয়; আমরা উজ্বল হতে চাই চেতনায় অহঙ্কার নিয়ে; আসুন আমরা একসাথে সবাই একটা বিশাল সূর্য হই।
অনেক অনেক শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি। সবাইকে মহান বিজয়ের শুভেচ্ছা।
@তামান্না ঝুমু,
শুভেচ্ছা ঝুমু।
বেশ তো, কাজীদা!
বিজয়ের এই প্রথম প্রহরে আপনাকে (FF) (FF)
@গুবরে ফড়িং,
ধন্যবাদ। একসাথে বিজয়ের উল্লাস হোক উচ্চকিত।
আনন্দে থাকুন।
আমি হলে বলতাম— সর্বদাই অর্থবোধক হতে সচেষ্ট হও।
@গীতা দাস,
‘বরং প্রতিবার অর্থবোধক হও’ করে দিলাম।
@কাজী রহমান,
একজন কবি আমার মন্তব্যকে বিবেচনা করেছে বলে গৌরবান্বিত বোধ করছি।
@গীতা দাস,
আপনার মন্তব্য সবসময়ই গুরুত্বপূর্ন। আমাদের শোকের সবটুকু একসাথে শক্তিতে পরিনত হোক।