লিখেছেন: বকশালিক
আজ অনন্ত বিজয় দাশের জন্মদিন। ২০১৫ সালে প্রিয় এই বন্ধুকে হত্যা করা হয়। তাকে প্রাণের গভীর স্পন্দন থেকে স্মরণ করি।
দিন-রাত গড়িয়ে নতুন বছর বার-বার ফিরে আসে
আজ আবারও সময়ের চক্রে ফিরে এল
৬-ই অক্টোবর, তোমার জন্মদিন।
কত বয়স পূর্ণ হলো আজ তোমার?
মাত্র ৩৯ বছরের যুবক।
কিন্তু ৩৩ বছর পূর্ণতা পাবার আগেই
খুনিদের নিষ্ঠুর ছুরির আঘাতে
তোমার বকুলফুলের মতো তাজা, প্রাণভরা সতেজ দেহ মুহূর্তে নিস্তেজ হয়ে গেল।
তুমি হারিয়ে গেলে মহাকালের কৃষ্ণবিবর-অন্ধকারে ।
কিন্তু কেন এমন হলো?
আর কেনই বা তুমি এমন অসময়ের বলি হলে?
হাজার, লাখ, কোটি মানুষ থাকতে
কেনই-বা খুনীরা তোমার জীবন একনিমিষে ঝরে নিল?
কী দোষ ছিল তোমার এই নশ্বর জীবনে?
হ্যাঁ, ছিলো, তুমি কেন মানবিক মানুষ ছিলে?
তুমি কেন পংগপালের মতো জীবন-যাপন কর নি?
কেন তুমি সক্রেটিসের মতো জীবন-জগতের কথা ‘কী ও কেন’ দিয়ে প্রশ্ন করতে?
কেন তুমি ইস্পাত-দৃঢ় হয়ে মানুষের মনোজগতের পরিবর্তন চেয়েছিলে?
হ্যাঁ, একাজগুলোই করা ছিল তোমার মহা অপরাধ।
সেসব অপরাধের মাশুল দিতে হলো রাজপথে তোমার রক্তের বন্যায়,
যে রক্তের বন্যায় সামিল হয় যুগ-যুগ, হাজার-হাজার বছর ধরে জ্ঞানের সাধকরা।
সভ্যতার কালের ইতিহাসে স্বাক্ষী হয়ে থাকবে তুমি মানুষ যতদিন টিকে থাকবে।
আজ তোমার ৩৯ তম জন্মদিন।
একরাশ গোলাপ ফুলের শুভেচ্ছা নিও।
আর আকাশের মিটিমিটি তারা হয়ে আমাদের দিকে চেয়ে থেকো অনন্ত, অনন্তকাল ধরে ।
Leave A Comment