আমেরিকার অলীক শত্রু 

ক্যাথেরীনা রোজারিও কেয়া

যেতে তো চাই নি, তবু জোর করে পাঠালো
না গিয়েও উপায় নেই, পরিস্থিতি একটু তো ঘোরালো
 
বয়স যখন মাত্র ষোল , স্বপ্ন তরী ভাসলো জলে
ইচ্ছে বৈঠা আমার হাতেই, হাওয়া লাগলো নতুন পালে
 
মাস কাবারে দয়া সরকার কলেজে ভরেন মায়না
চুক্তি করেছি সৈ্নিক হবো, যদিও মন চায় না
 
যুদ্ধ বাজ নই তো আমি, সিক্ত শান্তি জলে
মায়নে নিয়েছি বছর বছর , এখন এসব বললে কি চলে?
 
যেতেই হবে যুদ্ধ ক্ষেত্রে চাই বা না চাই  আমি
আটকে গেছি জটিল জালে সাধ্য নেই  তো থামি
 
ভীষণ যুদ্ধ কপট যুদ্ধ , অস্ত্র আমার হাতে
বুকের ভেতর মৃদু ধাক্কা- একি রক্ত এলো সাথে?
 
দুদিন পরেই বৃষ্টি দিনে এলাম যখন ফিরে
অবাক কান্ড ! লোক জন সব কাদঁলো আমায় ঘিরে
 
আমি এখন কফিন বন্দী – বীর সেনানী লাশ
আমেরিকার অলীক শত্রু-  জঙ্গী করেছি নাশ