পর্ন সাইট, সামহয়্যার ইন ব্লগ ও কিছু কথা
পর্ন কী সেটা এযুগে কাউকে বুঝিয়ে বলতে হয় না। আগে লোকে ডিভিডি কিনে ঘরের দরজা-জানালা লাগিয়ে পর্ন দেখত, আর এখন এই ইন্টারনেটের যুগে, বদলেছে শুধু দেখার মাধ্যমটাই। অনলাইনে ইনকগনিটো মুড অন করে কিংবা না করেই কয়েক ক্লিকেই ঢুকে যাওয়া যায় পর্নের দুনিয়ায়। হাতেহাতে মুঠোফোন পৌঁছে যাওয়ার সাথেসাথে পর্নও চলে এসেছে হাতের মুঠোয়। আগে বরং লুকিয়ে [...]