কোরানে বিজ্ঞান খুঁজতে যেয়ে যখন কোরান হয় বিকৃত আর বিজ্ঞান হয় ধর্ষিত!!
ভূমিকা: সেই যে কবে ফরাসী ডাক্তার মরিস বুকাইলি একখানা বই লিখে বেশ কিছু পাগলের সাঁকো নাড়িয়ে দিয়েছেন; তার পর থেকে আজ অবধি সেই সাঁকো নাড়া নাড়ি থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিনই ই-মেইল, ফেসবুক, ব্লগ, কিংবা বন্ধুদের আড্ডায় এসন শুনতে শুনতে, পড়তে পড়তে কান, চোখ সব পচে গেছে। এরকমই একজন সাঁকো নাড়ানো ব্লগার ইদানীং [...]