বাংলাদেশে বিজ্ঞানমনস্কতার প্রকৃত দ্বন্দ্ব: ধর্ম, নাকি রাষ্ট্র পরিকাঠামোর অবউন্নয়ন?

বিজ্ঞান এবং ধর্ম নিয়ে আমার ব্যক্তিগত মতামত লিখব- এই ইচ্ছা বহুদিনের। তবে বয়সের সাথে যেহেতু চিন্তাভাবনার পরিবর্তন হয়, তাই বিজ্ঞান এবং ধর্ম নিয়ে যতোবারই লেখা শুরু করব ভেবেছি,- মনে হয়েছে, থাক! আরেকটু ভাবি। আরেকটু বোঝাপড়া হলে তারপরই লিখব। কিন্তু আজকে মনে হলো এইবেলা লিখে না ফেললে এই লেখা আর জীবনেও হয়ে উঠবে না আমার! যাহোক, [...]