সাপের বিষের এন্টি ভেনম

খুব ছোটবেলায় একবার ডোবাতে মাছ ধরতে গিয়ে সাপের কামড় খেয়েছিলাম!!! বাইন মাছ মনে করে কালো কুৎসিত একটি সাপের লেজ চেপে ধরেছিলাম তাই কামড় খেতে হয়েছিলো। ভাগ্য ভালো সাপটি বিষাক্ত ছিলনা; আর জানামতে বেশী বিষাক্ত সাপ ডোবার পানিতে থাকেনা :) মানুষের সাথে সাপের বসবাস এবং শত্রুতা সেই গুহাযুগ থেকেই; বাইবেলে বলা হয়েছেঃ আদিপুস্তক অধ্যায় ৩ ১ [...]