প্রেক্ষিত রুমানা-সাইদঃ পারিবারিক নির্যাতনের ব্যাখ্যায় বিবর্তনীয় মনোবিজ্ঞান

সামাজিক অপরাধকে প্যাথলজিকাল দৃষ্টিভঙ্গীতে দেখার বিপদ হোলো এটার মাধ্যমে অপরাধকে প্রশ্রয় দেবার মত পরিস্থিতির তৈরি হয়। ফলে যেকোন সামাজিক প্রতিরোধের মূখে রাজনৈতিক শুদ্ধতার পর্দা পেরিয়ে দরকারি কথাটুকু অনেক সময় বলা হয়ে ওঠে না। কিন্তু জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির ফলে চারপাশে ঘটে যাওয়া ঘটনাকে আচরনবাদি দৃষ্টিতে দেখার সক্ষমতা বেড়ে গেছে মানুষের। জ্ঞান--বিজ্ঞানের দৃষ্টিতে সমাজজীবনের ঘটনা প্রবাহকে মূল্যায়নের চর্চা না থাকলে একই সমস্যাগুলোকিএ যুগের পর যুগ টিকিয়ে রাখাই হবে মাত্র। তাই কেবল সময়ের প্রয়োজনে লেখাটিকে সামনে আনলাম।