ভাবুক

The Thinker বহু কাল আগে, যখন কিছুই শেখেনি এ মানুষ; ভাবনা ছাড়া, দিনরাত ধরে পশুর মত গিলেছে বনবাদাড়ের যাচ্ছেতাই। মরতে মরতে, একসাথে হওয়া কাকে বলে ও জানলো বাঁচতে। বেঁচে সে দেখলো, কিছু দাঁতাল শুয়োর; মত্ত পশুরাই প্রতিপক্ষ, দেখল মুলত: খাবারের জন্যই যে দাগ কেটেছে পেশল জন্তু। তখনো মানুষ বেঁচেছে, মুক্ত মেধাবী আপন অস্তিত্বে ভর করে। [...]