কল্পলোকের সীমানা পেরিয়ে : এভু ডেভু

প্রায় এক দশক হতে চললো, কিন্তু মনে হয় যেন এই তো সেদিনের ঘটনা! বিংশ শতাব্দীর এক্কেবারে প্রান্তে দাঁড়িয়ে আমরা প্রথমবারের মত জানতে যাচ্ছি আমাদের নিজেদের শরীরের একান্ত গভীরে কোষগুলোর মধ্যে জিন বা বংশগতির এককের সংখ্যা কত! বিখ্যাত মনস্তত্ববিদ এরিক ফ্রম বোধ হয় ঠিকই বলেছিলেন, মানুষই একমাত্র প্রানী যার কাছে নিজের অস্তিত্বটাই যেন একটা বড় সমস্যা [...]