চিম্বুক পাহাড়ে ম্রো…।।ফটোব্লগ।।

পাহাড়ের সবচেয়ে দুর্ধর্ষ শিকারি ভাষাগত সংখ্যালঘু ম্রো জনজাতি। ম্রো'দের অধিকাংশই পেশায় জুমচাষি (পাহাড়ের ঢালে বিশেষ ধরনের চাষাবাদ)। তাদের অধিকাংশের বসবাস পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে। তাদের রয়েছে নিজস্ব ভাষা, বর্ণমালা, ধর্ম, কৃষ্টি, রীতিনীতি, আচার, বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতি। অন্য আরো পাহাড়িদের মতো তারাও সহজ-সরল, সাধারণ জীবন-যাপনে অভ্যস্থ। তবে সুউচ্চ চিম্বুক পাহাড়ের [...]