ধর্ম এবং জাতীয়তাবাদঃ সীমাবদ্ধতার দেয়াল

‘সত্যজিৎ রায়’ এর অসাধারণ চলচ্চিত্র ‘হীরক রাজার দেশে’-এ তিনি দেখিয়েছিলেন, কীভাবে একজন অত্যাচারী আধিপত্য বিস্তারকারী শাসক, একজন স্বৈরাচার তার শাসন ক্ষমতা বলবত রাখার জন্য, মানুষের মগজ ধোলাই করবার জন্য একটি যন্ত্র বানিয়েছিল- যেখানে সারাক্ষণ রাজার প্রশংসাবাক্য শোনানো হয়। এইভাবে সে অঞ্চলের সব মানুষের মগজ সে ধোলাই করে ফেলেছিল- একই কথা বারবার বলে, বারবার মাথার ভেতরে [...]