নালিশ !

নালিশ হাসান মাহমুদ   আজ এই ক্রান্তিকালে দাঁড়িয়ে উচ্চারণ করছি নালিশ।   পীড়ন-মুক্ত জীবন শোষণ-মুক্ত সমাজের স্বপ্নে লক্ষ বছর কত চেষ্টা করেছি। বানিয়েছি সরকার, আদালত, পুলিশ আর জাতিসংঘ। বার বার ছুটে গেছি রাজার কাছে, প্রথার কাছে, সংস্কৃতির কাছে, সরকারের আর আইনের কাছে এবং শেষ আশ্রয় হিসেবে তোমার কাছে। কিন্তু আমাদের ভাঙ্গা বুক জোড়া লাগল না। [...]