ধর্মানুভূতির উপকথা

ধর্মানুভূতির উপকথা হুমায়ুন আজাদ মডারেটরের নোট: বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ আমাদের গর্ব। তিনি ছিলেন বাংলাদেশের প্রধানতম প্রথাবিরোধী ও বহুমাত্রিক লেখক। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক ও প্রাবন্ধিক। অধ্যাপক হুমায়ুন আজাদ  তার জীবনের শেষ দিনটি পর্যন্ত মুক্তমনার সাথে, মুক্তমনা আন্দোলনের জড়িত ছিলেন।  তিনি এই ধর্মানুভূতির উপকথা প্রবন্ধটি লিখবার পর নিজেই মুক্তমনায় ইমেল করেছিলেন প্রকাশের [...]